বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন

গাইবান্ধায় কবরস্থান থেকে ১৮ কঙ্কাল চুরি

গাইবান্ধা প্রতিনিধি : / ৯ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৮:৪১ অপরাহ্ন

গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের রাতের আঁধারে দুইটি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে ১৮টি মানুষের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ খবরে কবরস্থানগুলোতে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা।

রবিবার (২৪ আগস্ট) সকালে বিষয়টি স্বজনদের নজরে আসায় এলাকাজুড়ে চাঞ্চলের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী খন্দকার।

চেয়ারম্যান ও স্থানীয়রা জানান, রাতের আঁধারে কচুয়া সরদার পাড়া ও আখকচুয়া এলাকার কবরস্থানের ১৮টি কবর থেকে কঙ্কাল চুরির করে নিয়ে গেছে। এক রাতে এভাবে কঙ্কাল চুরি হওয়ায় স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কবরের কঙ্কাল রক্ষায় স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন স্বজনরা।

কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী খন্দকার বলেন, কচুয়া সর্দারপাড়ায় ৭টি ও আখকচুয়া এলাকায় ১১ টিসহ মোট ১৮টি কঙ্কাল চুরি হয়ে গেছে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, এ ঘটনায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir