শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ
শরীফ ওসমান হাদি মরদেহ:বিমানবন্দরে ৯ প্লাটুন আনসার মোতায়েন ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ’-২: কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক বগুড়ার শেরপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত: ভোরে মিলল অজ্ঞাত লাশ ঢাকায় নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে পুলিশ-র‌্যাব-সেনা ভৈরব থানা পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এনসিপি কমিটিতে নিজের নাম দেখে এনায়েতপুরের প্রবীণ বিএনপি নেতার তীব্র ক্ষোভ ও অসন্তোষ পাকিস্তানে আটকে থাকা পাঁচ শতাধিক আফগানকে নেবে জার্মানি পত্রিকা অফিসে হামলার তীব্র নিন্দা মির্জা ফখরুলের শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা শরিফ ওসমান হাদির মৃত্যুতে বিএনপির শোক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হানি ট্র্যাপে ফেলে আশরাফুলকে ২৬ টুকরো করে বন্ধু জরেজ — নরকীয় হত্যাকাণ্ডের বিস্তারিত দিল র‍্যাব

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৫৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫


রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে হত্যা করে লাশ ২৬ টুকরা করে দুটি নীল ড্রামে ভরে জাতীয় ঈদগাহ ময়দানে ফেলে রাখার সাথে জড়িত মূল পরিকল্পনাকারী জরেজের প্রেমিকা শামীমা আক্তার ওরফে কোহিনুরকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে কুমিল্লার লাকসামের বড় বিজরা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি এই হত্যাকাণ্ডের পরিকল্পনা, ব্ল্যাকমেইলিং এবং লাশ গুমের পুরো সহযোগিতায় জড়িত ছিলেন।

শনিবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন।

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, গত ১১ নভেম্বর রাত ৮টায় ব্যবসায়িক পাওনা আদায়ের জন্য বন্ধু জরেজুল ইসলামকে সাথে নিয়ে রংপুর থেকে ঢাকায় রওনা হন আশরাফুল। পরদিন সকাল থেকে তার ফোন বন্ধ পেয়ে উদ্বিগ্ন পরিবার খোঁজ করতে থাকে। ১৩ নভেম্বর হাইকোর্ট এলাকার পানির পাম্পের পাশে দুটি নীল ড্রাম থেকে উদ্ধার হয় অজ্ঞাত এক ব্যক্তির ২৬ টুকরা লাশ। আঙুলের ছাপ বিশ্লেষণে লাশটি আশরাফুলের বলে শনাক্ত করে পুলিশ।

ঘটনার পর ভিকটিমের বোন বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা করলে র‍্যাব তদন্ত শুরু করে এবং প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেফতার করে শামীমাকে।

প্রেম, প্রতারণা ও ব্ল্যাকমেইলের নকশা:

জিজ্ঞাসাবাদে শামীমা জানায়—জরেজের সঙ্গে তার এক বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক। জরেজ তাকে জানায়, তার বন্ধুকে প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ ভিডিও ধারণ করে ১০ লাখ টাকা বাপকমানো যাবে। এর মধ্যে ৭ লাখ নেবে জরেজ, আর ৩ লাখ পাবে শামীমা।

পরিকল্পনা অনুযায়ী শামীমা এক মাস আগে থেকেই মোবাইল ফোনে আশরাফুলকে ফাঁদে ফেলতে যোগাযোগ শুরু করে। অডিও-ভিডিও কলে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। ১১ নভেম্বর জরেজ আশরাফুলকে নিয়ে ঢাকায় আসে, পরদিন শামীমার সাথে শনির আখড়ার নূরপুরে ৫,৫০০ টাকা দিয়ে ভাড়া নেয়া বাসায় ওঠে তিনজন।

সেখানে শামীমা আশরাফুলকে মালটার জুসে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে। বাইরে থেকে জরেজ অন্তরঙ্গ ভিডিও ধারণ করে, যা শামীমার মোবাইল থেকে উদ্ধার করা হয়েছে।

অচেতন অবস্থায় নির্মম পিটুনি, মৃত্যু

১২ নভেম্বর দুপুরে আশরাফুল পুরোপুরি অচেতন হয়ে পড়লে তার হাত দড়ি দিয়ে বেঁধে মুখ কসটেপ দিয়ে আটকায় জরেজ। এরপর ইয়াবা সেবনের উত্তেজনায় হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আশরাফুলের। লাশ পাশেই রেখে রাত কাটায় জরেজ–শামীমা এবং শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়।

২৬ টুকরা করে ড্রামে ভরে ফেলা

১৩ নভেম্বর সকালে জরেজ বাজার থেকে চাপাতি ও দুটি ড্রাম কিনে আনে। চাপাতি দিয়ে লাশ ২৬ খণ্ডে করে দুই ড্রামে ভরে। বিকেলে সিএনজি ভাড়া করে ড্রাম দুটি বহন করে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে হাইকোর্ট মাজার গেটের পাশে বড় গাছের নিচে ড্রাম দুটি ফেলে দ্রুত এলাকা ত্যাগ করে তারা।

এরপর শামীমা কুমিল্লায় এবং জরেজ রংপুরে পালিয়ে যায়।

র‍্যাব জানায়, শামীমার দেওয়া তথ্য অনুযায়ী ভিকটিমের রক্তমাখা পাঞ্জাবি–পায়জামা, হত্যায় ব্যবহৃত দড়ি, কসটেপ, গেঞ্জি, হাফ প্যান্টসহ একটি বস্তাভর্তি আলামত শনির আখড়ার নূরপুর এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব-৩।

গ্রেফতারকৃত শামীমাকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর