বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য: বন্ধ শত শত স্কুল, বিদ্যুৎহীন বহু এলাকা

অনলাইন ডেস্ক: / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

ভারী তুষারপাত ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাজ্য। দেশটির বিভিন্ন অঞ্চলে শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বরফজমা রাস্তা ও বিদ্যুৎ বিপর্যয়ের কারণে বহু এলাকায় পরিষেবা ব্যাহত হচ্ছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এ পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আনাদোলু সংবাদ সংস্থা।

সংস্থাটি জানায়, বুধবার রাত থেকে তাপমাত্রা দ্রুত নেমে যায়। এরপর আবহাওয়া দপ্তর একাধিক সতর্কতা জারি করে। তারা জানায়, কয়েক ঘণ্টার মধ্যেই আবারও ‘থান্ডারস্নো’ আঘাত হানতে পারে।

যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে তুষার ও বরফঝুঁকির কারণে অতিরিক্ত ইয়েলো ওয়ার্নিং জারি রয়েছে। বিবিসির তথ্য অনুযায়ী, উত্তর-পূর্ব স্কটল্যান্ডে একশোর বেশি স্কুল বন্ধ রাখা হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসেও বেশ কিছু স্কুল খোলা সম্ভব হয়নি। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, বরফাচ্ছন্ন রাস্তা ও বিপজ্জনক যাতায়াত পরিস্থিতির কারণে স্কুল চালু রাখার মতো পরিবেশ নেই। অনেক স্কুল আবার বিদ্যুৎ সমস্যার কারণে গরমের ব্যবস্থা চালু করতে পারছে না।

ওয়েলসের পশ্চিমাঞ্চলে শত শত বাড়ি এখনো বিদ্যুৎহীন। উত্তর ইংল্যান্ডের কয়েকটি এলাকায় আরও কঠোর অ্যাম্বার ওয়ার্নিং জারি করা হয়েছে। বিশেষত উত্তর ইয়র্কশায়ারে যাতায়াত বাধাগ্রস্ত হওয়া ও বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা বেশি বলে সতর্ক করেছে প্রশাসন।

স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায় বেশ কয়েকটি অঞ্চলে অ্যাম্বার কোল্ড-হেলথ অ্যালার্ট দিয়েছে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা। এতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে আরও তিনটি নতুন ইয়েলো ওয়ার্নিং দেওয়া হয়েছে, যা কার্যকর থাকবে শুক্রবার পর্যন্ত। আবহাওয়া দপ্তর বলছে, ঠান্ডার এই প্রবাহ আরও কয়েকদিন স্থায়ী হতে পারে।

সংবাদমাধ্যম জানিয়েছে, গত রাত ছিল চলতি শীত মৌসুমে ইংল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের সবচেয়ে শীতল রাত। অক্সফোর্ডশায়ারের বেনসনে তাপমাত্রা নেমে গেছে মাইনাস ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির বিস্তীর্ণ এলাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর