বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
যাত্রাবাড়ীতে ডিএনসির অভিযানে ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার শেরপুরে বিনামূল্যে রক্তদান কর্মসূচি পালিত হাদিকে হত্যাচেষ্টায় ফয়সালের বাবা-মার স্বীকারোক্তি, মিলল চাঞ্চল্যকর তথ্য হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৮ জন! রাজশাহী-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন উজ্জলের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন বড়দিন ও থার্টিফার্স্ট নাইটে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অ্যাংকর ম্যাথমেটিক্স গ্লোবাল রাউন্ডে, বাংলাদেশী শিক্ষার্থীদের স্বর্ণপদক জয় সিরাজগঞ্জ -৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ শেরপুরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮, থানায় অভিযোগ বগুড়ার শেরপুরে বৃদ্ধার বাড়িতে ডাকাতি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আনিনুল হককে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষণা বুলবুল হক মল্লিকের

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫



আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাবেক ফুটবলার আমিনুল হক’কে উপহার দেয়ার ঘোষনা দিয়েছেন বিএনপি নেতা বুলবুল হক মল্লিক। দীর্ঘদিন পর লন্ডন থেকে দেশে ফিরে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

বুধবার (২৭ নভেম্বর) বিকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান বিএনপি নেতা বুলবুল হক মল্লিক। সেখানে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এরপর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি নিজ এলাকা মিরপুরে (পলাশনগর) আসেন। সেখানেও স্থানীয় নেতাকর্মী ও এলাকার বাসিন্দারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। বুলবুল হক মল্লিকের আগমনে এলাকায় মিষ্টি বিতরন করেন নেতাকর্মীরা। ঘরের ছেলে ঘরে ফিরে আসায় আনন্দিত স্থানীয়রা।

পরবর্তীতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বুলবুল হক মল্লিক বলেন,” বিএনপি আজ ঐক্যবদ্ধ, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামীর বাংলাদেশ গড়ব। আমিনুল হক একজন ভালো মানুষ। দূর্দিনে তিনি দলীয় নেতাকর্মীদের পাশে থেকেছেন, বিএনপিকে ধরে রেখেছেন, আমরা সকলে মিলে আগামী নির্বাচনে আমিনুল ভাইকে ঢাকা-১৬ আসন উপহার দিবো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, প্রতিপক্ষের লোকজন এসব করে বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা করছে। এসব চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলা হবে।

এসময় তিনি নিহত যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি এবং নিন্দা জ্ঞাপন করেন। এছাড়াও কিবরিয়ার পরিবারের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।

বুলবুল হক মল্লিকের বিরুদ্ধে ২০১৪ সাল থেকে অন্তত ৫০টি মামলা দায়ের করে তৎকালীন ফ্যাসিষ্ট সরকার। ২০১৮ সালে পলাতক থাকা অবস্থায় উত্তরা থেকে গ্রেফতার হন তিনি। পরবর্তীতে জামিনে বের হয়ে বিদেশে পাড়ি জমান। দীর্ঘ আইনি প্রকৃয়া শেষে তিনি অবশেষে দেশে ফিরলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর