রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে কম্বল ও খাবার বিতরণের উদ্যোগ নিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার–ভিডিপি)।
অগ্নিকাণ্ডের পর শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্তদের মানবিক দুর্ভোগ কমাতে শুক্রবার (২৯ নভেম্বর) পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হয়।
গুলশান টিএন্ডটি মাঠে আয়োজিত সহায়তা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার–ভিডিপির উপমহাপরিচালক (অপারেশন্স) সাইফুল্লাহ রাসেল। তিনি ক্ষতিগ্রস্তদের হাতে কম্বল তুলে দেন। এসময় তিনি বলেন, অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই আমাদের এই মানবিক সহায়তা। সমাজে সহমর্মিতা ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব।
এর আগে ২৮ নভেম্বর আনসার–ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় কড়াইল বস্তির ভেতরে একটি জরুরি মানবিক সেবাকেন্দ্র চালু করা হয়। ঢাকা মহানগর আনসারের পরিচালক মো. আসাদুজ্জামান গনী সেবাকেন্দ্রের কার্যক্রম উদ্বোধন ও তত্ত্বাবধান করছেন।
সেবাকেন্দ্রটি প্রতিদিন দুই বেলা প্রায় দুই হাজার মানুষের জন্য খাবার সরবরাহ করছে, যা পাঁচ দিন ধরে চলবে। অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও সম্পদ হারিয়ে কঠিন পরিস্থিতিতে থাকা পরিবারগুলোর জন্য এটি তাৎক্ষণিক সহায়তা হিসেবে কাজ করছে।
আনসার–ভিডিপির মহাপরিচালক বলেন, প্রতিটি শীতেই অনেক পরিবার শীতবস্ত্রের অভাবে কষ্টে থাকে। সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। কম্বল বিতরণ অন্তত কিছুটা স্বস্তি এনে দেবে বলে আমরা বিশ্বাস করি।
সহায়তা পাওয়া ক্ষতিগ্রস্তরা জানান, আগুনের পর মাথার ওপর আকাশ ছাড়া তাঁদের আর কিছু ছিল না। এমন পরিস্থিতিতে কম্বল ও খাবার পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন। বিশেষ করে শিশু, নারী ও প্রবীণদের জন্য এ ধরনের দ্রুত মানবিক উদ্যোগকে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
সংস্থাটি জানিয়েছে, মানুষের দুঃসময়ে পাশে থাকা তাদের স্থায়ী অঙ্গীকার, এবং ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ বা সংকটে মানবিক সেবা অব্যাহত থাকবে।