গাজীপুরের কালিয়াকৈরে অনুমোদন ছাড়াই একটি আঞ্চলিক পাকা সড়ক কেটে জনদুর্ভোগে ফেলেছে লিজ ফ্যাশন কারখানার কর্তৃপক্ষ।
এতে চরম দুর্ভোগে পড়ে পথচারী ও চালকরা।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে সফিপুর পাইকপাড়া আঞ্চলিক সড়কের বোর্ডমিল এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, কালিয়াকৈর পৌরসভার ৮ নং ওয়ার্ডের সফিপুর পাইকপাড়া আঞ্চলিক সড়কের বোর্ডমিল এলাকায় লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেড কারখানার কর্তৃপক্ষ গ্যাস লাইন মেরামত করার জন্য সোমবার বিকেলে পৌরসভার রাজস্ব ফাঁকি দিয়ে ও সরকারিভাবে রোড কাটিং (অনুমোদন) বিহীন ও পৌরসভার পাকা সড়ক কেটে বড় গর্তের সৃষ্টি করে ওই কারখানার কর্তৃপক্ষ। এতে ওই সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়ে পথচারী ও চালকরা। খবর পেয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিক ঘটনাস্থলে লোকজন পাঠিয়ে কাজ বন্ধ করে লাল ফিতা দিয়ে গর্তটি চিহ্নিত করে রাখেন। পরে ওই সড়কের যানচলাচল স্বাভাবিক হয়।
কয়েক জন পথচারী জানান, গর্তের কারণে প্রায় দুই ঘন্টা ধরে সড়কে গাড়ি বন্ধ রয়েছে। ডেলিভারির রোগী থাকলে তাদের কি অবস্থা।
সড়ক এরকম গর্তের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সড়কের পাশ দিয়ে, কারখানার শ্রমিক, শিশু, বৃদ্ধ এবং পথচারীরা চলাচল করে। রাতের আঁধারে হঠাৎ করে গর্তে পড়তে পারে। কি বলবো ভাই বড়লোকের কাজ আমরা গরিব আমাদের কথা কে শুনে।
লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেড কারখানার ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম জয় জানান, রোড কাটিংয়ের অনুমতি আছে। দেখতে চাইলে তিনি জানান আমি এখন ভিজিটে আছি। পরে দেবো বলে মোবাইল ফোন কেটে দেন।
কালিয়াকৈর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম ফখরুল হোসাইন জানান, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক আমার লোকজন ঘটনাস্থলে পাঠিয়ে দিয়েছি। পৌরসভার রাজস্ব ফাঁকি দিয়েছে।অনুমোদন ছাড়া রাস্তা কেটেছে জনদুর্ভোগে ফেলেছে এ জন্য তদন্ত করে কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।