ঢাকা রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ গুলিসহ চিহ্নিত এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেফতারকৃতের নাম আশিকুর ইসলাম শান্ত। সোমবার (রাত) পল্লবী থানাধীন ১১ নম্বর সেকশনের মেঘবরণ রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবির মিরপুর বিভাগ। মঙ্গলবার(৩০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান। ডিবি সূত্র জানায়, কতিপয় মাদক কারবারি ও অস্ত্রধারী সন্ত্রাসী পল্লবীর ১১ নম্বর সেকশনের মেঘবরণ রেস্টুরেন্ট এলাকায় অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম এবং মিরপুর জোনাল টিম যৌথভাবে অভিযান পরিচালনা করে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আশিকুর ইসলাম শান্তকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর-১০ নম্বর সেকশনের ডি ব্লকের প্যারিস রোডে অবস্থিত পরিত্যক্ত ডিএনসিসি মার্কেটের নিচতলা সিঁড়ির নিচে মাটি খুঁড়ে একটি বিদেশি রিভলভার, দুই রাউন্ড ৯ এমএম গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল এবং ২০ রাউন্ড ৭.৬২ এমএম গুলি উদ্ধার করা হয়।
ডিবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিকুর ইসলাম স্বীকার করেন যে, তিনি ‘ভইরা দে’ নামক একটি সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য। ওই গ্রুপ দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে পল্লবী এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাইসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আশিকুর ইসলাম ডিএমপির বিভিন্ন থানায় রুজুকৃত ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, চুরি ও মাদক সংক্রান্ত মোট ১০টি মামলার এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত আসামি। এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।