শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আনসার-ভিডিপি’র উদ্যোগে দোয়া কক্সবাজারে গভীর সমুদ্রে ডাকাতের কবল থেকে ১০ জেলেকে উদ্ধার কোস্ট গার্ডের ধান কাটার ভিডিও করায় বাকপ্রতিবন্ধী তরুণকে কুপিয়ে যখম চারঘাট প্রেসক্লাবের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধের ঘোষণা ইসলামী আন্দোলনের জাতীয় মহাসমাবেশ স্থগিত বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় খানসামায় মিলাদ ও দোয়া মাহফিল রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে দুই কারবারি গ্রেফতার কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে প্রায় ১৬ লাখ ২৬ হাজার টাকার মাদকদ্রব্য আটক জয়পুরহাটে শিশু তাসনিয়া হত্যার প্রধান ৩ আসামি অধরা,ওসির অনুরোধে আবার স্থগিত মানববন্ধন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিটিআরসি ভবন ভাঙচুর করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬




ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবন ভাঙচুর করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল চারটার দিকে এই হামলা চালানো হয়। হঠাৎ এমন আক্রমণে আতঙ্কিত হয়ে পড়েন বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীরা।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান গণমাধ্যমকে জানান, বিক্ষোভকারীরা হঠাৎ হামলা চালায়। ইটপটকেল ছুড়তে থাকে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল।

প্রত্যক্ষর্শীরা জানান, বিকেলের দিকে মোবাইল ফোন ব্যবসায়ীরা বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেন। এরপর বিচ্ছিন্নভাবে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। বিকেল চারটার দিকে তারা হঠাৎ ওই ভবনে হামলা চালায় এবং ভাঙচুর শুরু করে।

একজন কর্মকর্তা জানান, ‘ভবনের সামনের রাস্তায় কয়েক শ মানুষ অবস্থান নিয়েছিল। তারা হঠাৎ ভবনে ইটপাটকেল ছুড়তে শুরু করে। এতে ভবনের বিভিন্ন কাচ ভেঙে গেছে। অফিস ছুটি হওয়ার পরও আমরা কেউ বেরোতে পারছি না।’

হামলার সময় বিটিআরসির মসজিদে নামাজ পড়ছিলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। হামলায় মসজিদের কাচ ভেঙে পড়ে।


এদিকে বিকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, মোবাইল ফোন আমদানি ও দেশীয় মেবাইল ফোনে ট্যাক্স কমানো হয়েছে। আমদানিতে আগে কাস্টমস ডিউটি ছিল ২৫ শতাংশ। এখন তা ১০ শতাংশ করা হয়েছে। দেশে উৎপাদিত ফোনের ট্যাক্স ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

এই পদক্ষেপের ফলে বাংলাদেশে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি আরও ব্যাপকতা পাবে বলে আশা প্রকাশ করেন প্রেসসচিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর