রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনসংলগ্ন এলাকা থেকে এক সন্দেহজনক যুবককে আটক করেছে সিএসএফ। শনিবার রাতে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়ির আশপাশ থেকে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম ইনামে হামীম। তিনি চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
রবিবার দুপুরে গুলশান থানার একটি সূত্র আটকের তথ্য নিশ্চিত করেন।
সূত্র জানায়, সিএসএফ আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ওই যুবককে গুলশান থানায় হস্তান্তর করে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত কার্যক্রম চালাচ্ছে।
এর আগে গত ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তনের পর গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর ওঠেন তারেক রহমান। এরপর থেকে এই বাড়িতেই থাকছেন তিনি।