শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (০৬ জানুয়ারি ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল সোমবার (০৫ জানুয়ারি ) দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো,রিয়াজ (৩৫), কামরুল ইসলাম ওরফে সাইফুল ইসলাম (২৪), কাল্লু (৫০), আল মামুনুর রহমান (৩২), ইউসুফ (২৪),
রিয়াজ (২১), মাহিন ওরফে শাকিব (২৬),
ফয়সাল (২৮), আকাশ (২২), কাইয়ুম (২২),
রাকিব (২৮), মনিরুল ইসলাম (৩২),
সৌরভ (২৩), হুমায়ুন কবির (২০), আলামিন (২৭), জসিম উদ্দিন (২৮) ও সুজন (১৯)। এদের মধ্যে অস্ত্র আইনে ১ জন,
মাদক মামলায় ১ জন, পরোয়ানা ১ জন,
বিভিন্ন আইনে ১৪ জন। গ্রেফতারকালে ১ টি পিস্তল,১২ পিচ ইয়াবা ট্যাবলেট,১ বাটন ফোন সহ মাদক বিক্রয় অর্থ উদ্ধার করা হয়।

একইদিনে আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ১১ জনকে গ্রেফতার করা হয়।

আদাবর থানা এলাকায় গ্রেফতাররাকৃতরা হলো,মো. জাহিদুল হাসান (২০), মো. রাসেল ইসলাম (২৬), মো. মাহাবুব রহমান (৫০), মো. আবু মুছা (৫১), মো. শাহিন (৫০), মো. কবির হোসেন (৫২), মো. হামিদ হাওলাদার (৬০), মো. ওয়াজ উদ্দিন (৫৮), মো. রাজা মিয়া (৩০), মো. শাহাবুল ইসলাম (৪৩) ও মো. শামীম ইসলাম (৩০)।

ডিসি মো.ইবনে মিজান বলেন,গতকাল রবিবার দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে মোট ২০ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর