রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উল্লাপাড়ায় নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযমের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উল্লাপাড়া মডেল থানার সভাকক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময়কালে নবাগত ওসি বলেন, উল্লাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য।

তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় জনগণের পাশে থাকবে। থানার দরজা সবার জন্য উন্মুক্ত থাকবে এবং যেকোনো অভিযোগ দ্রুত ও ন্যায়সঙ্গতভাবে নিষ্পত্তির আশ্বাস দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সমকাল পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি সিনিয়র সাংবাদিক কল্যাণ ভৌমিক,আমাদের সময় পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি আব্দুর সাত্তার, প্রতিদিনের সংবাদ পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি সাহারুল হক সাচ্চু, আমার সংবাদ পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি সাহেব আলী, মানবজমিন পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি রাজু আহমেদ সাহান, একাত্তর টিভির উল্লাপাড়া সংবাদদাতা রায়হান আলী, বাংলাদেশ বুলেটিন পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি আমিনুল ইসলাম, রূপালী বাংলাদেশ পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি আবু বকর সিদ্দিক বাবু, চ্যানেল এস ও মানবকন্ঠের উল্লাপাড়া প্রতিনিধি আলমগীর হোসেন, সাংবাদিক রুবায়েত ইসলাম হিরা, রায়েজীদ, সরেজমিন পত্রিকার সাংবাদিক আব্দুল হাকিম মানিক, মোং সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময় সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, কিশোর গ্যাং ও সড়ক নিরাপত্তাসহ নানা বিষয় তুলে ধরেন। নবাগত ওসি সাংবাদিকদের প্রস্তাব ও পরামর্শ গুরুত্বের সঙ্গে শোনেন এবং সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর