‘‘মানিকদীতে বাণিজ্যিক প্রজেক্টে হামলা, মব সৃষ্টি করে জমি দখলের চেষ্টা সেনাবাহিনীর হস্তক্ষেপে রক্ষা’’ শিরোনাম শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিভিন্ন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদে লেখা হয়েছে, রাজধানীর ক্যান্টনমেন্ট মানিকদী এলাকায় একটি বাণিজ্যিক প্রজেক্টে মব সৃষ্টি করে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নি সংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ক্যান্টনমেন্ট থানার দুই নেতা মো. আবুল কাশেম ও জহির উদ্দীনের বিরুদ্ধে। সংবাদে আরও লেখা হয়েছে, আবুল কাশেম ও জহির উদ্দীন আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং আইনের প্রতি কোনো তোয়াক্কা না করে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন, এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সত্য, বস্তুনিষ্ঠ সংবাদকে স্বাগত জানাই।
নিবেদক
মো. আবুল কাশেম ও জহির উদ্দীন