বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
উল্লাপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে প্রশংসা পত্র দেওয়ার নামে অর্থ আদায়, প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ মায়ানমারে পাচারের চেষ্টা: নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ ১০ পাচারকারী আটক টেকনাফে ৭৫ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক মহাসড়কে শৃঙ্খলা ও জনআস্থা নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ: হাইওয়ে পুলিশপ্রধান সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ৩২৫ কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে বর্নাঢ্য আয়োজনে নবীন বরণ  অনুষ্ঠিত  কিশোরগঞ্জে জুয়ার আসরে বাঁধা দেয়ায় ঘিরে ভয়াবহ সহিংসতা, মামলা হলেও গ্রেফতার হয়নি আসামিরা ফরিদপুর-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন আরিফুর রহমান দোলন বড়পাঙ্গাসী খোন্দকার নুরুনাহার জয়নাল আবেদীন দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ইসির ২ কর্মচারী গ্রেফতার: মাসে সাড়ে ৩ লাখ এনআইডির তথ্য বিক্রি করে আয় ১১ কোটি টাকা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মহাসড়কে শৃঙ্খলা ও জনআস্থা নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ: হাইওয়ে পুলিশপ্রধান

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬




মহাসড়কে আইনশৃঙ্খলা ও জনআস্থা নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে সকল পুলিশ সদস্যকে নিষ্ঠা, সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা।


হাইওয়ে পুলিশের মাসিক অপরাধ (ডিসেম্বর/২০২৫) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১ টায় হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজি মো. দেলোয়ার হোসেন মিঞা। সভায় হাইওয়ে পুলিশের সকল ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া রিজিয়নাল অতিরিক্ত পুলিশ সুপার ও দেশের বিভিন্ন থানা ও ফাঁড়ির অফিসার ইনচার্জগণ ভার্চুয়ালি সভায় যুক্ত হন।

সভায় শুরুতে অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) মুনতাসিরুল ইসলাম, নভেম্বর ও ডিসেম্বর ২০২৫ এবং ডিসেম্বর ২০২৪ সালের খাতওয়ারী ট্রাফিক অপরাধের তুলনামূলক প্রতিবেদন উপস্থাপন করেন।

পর্যালোচনা সভায় মহাসড়কের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে হাইওয়ে পুলিশ প্রধান মাঠপর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। তিনি বলেন, মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল সদস্যকে নিষ্ঠা, সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে জনগণের আস্থা অর্জনে জনমুখী পুলিশিং নিশ্চিত করা, মহাসড়কে সকল ধরনের অনিয়ম বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং থ্রি-হুইলার ও অতিরিক্ত গতিসম্পন্ন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেন তিনি।

সভা শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর