সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক হয়েছেন জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে এ দায়িত্ব দেয়া হয়। দায়িত্বপাবার পর বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি বলেন, সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে ধানের শীষকে বিজয় করে তারেক রহমানকে উপহার দিবেন।
এ লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু করেছেন। কোন আসনে নেতাকর্মীদের মধ্যে কোন দ্বন্ধ থাকলে দ্রুত নিরসন করবেন। নির্বাচনী সকল আচরনবিধি মেনে নেতাকর্মীরা প্রচার-প্রচারনা চালিয়ে ধানের শীষকে বিজয় করতে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন। তিনি আরো বলেন, সিরাজগঞ্জ-২ আসনে লড়ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি ইতোমধ্যে ঘোষনা দিয়েছেন নির্বাচিত হয়েছে শহরকে সুন্দর রাখতে শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া কাটাখাল সংস্কার ও দুপাশে রাস্তা নির্মাণসহ সৌন্দর্য্য বন্ধন, সন্ত্রাস, চাঁদামুক্ত সিরাজগঞ্জ, যানমুক্ত শহর বিশেষ করে শহরের পাড়ায় পাড়ায় সংঘর্ষ নিয়ন্ত্রনসহ আইনের সুশাসন প্রতিষ্ঠিত করবেন। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি শামীম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান, ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমেদ সবুজ প্রমুখ।