বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ
নোয়াখালীতে সেনাবাহিনী–র‍্যাব–ডিএনসির যৌথ অভিযান: ১৩৩০ পিস ইয়াবা ৮০ হাজার টাকা জব্দ আমেরিকা প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ও ব্ল্যাকমেইলিং কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মোংলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক ফরিদপুর-১ আসনে জাহাজ প্রতীক পেলেন মোহাম্মদ আরিফুর রহমান দোলন সংসারে অশান্তি, ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পাকিস্তানি নাগরিকের আত্মহত্যার হুমকি, অতঃপর ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ৩৩ সিরাজগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ হয়ে উঠবে: প্রধান উপদেষ্টা সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক হলেন বাচ্চু বাংলাদেশে কোন বেকার থাকবে না-টুকু
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নোয়াখালীতে সেনাবাহিনী–র‍্যাব–ডিএনসির যৌথ অভিযান: ১৩৩০ পিস ইয়াবা ৮০ হাজার টাকা জব্দ

নিজস্ব প্রতিবেদক: / ৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

নোয়াখালীতে বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সমন্বয়ে পরিচালিত যৌথ মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৮০ হাজার টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার সকাল ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত নোয়াখালী সদর উপজেলার সুধারাম মডেল থানাধীন পূর্ব এওয়াজবালিয়া গ্রামের সর্দার পাড়ায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মিল্লাত হোসেন (৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এছাড়া একই এলাকার আরেক মাদক ব্যবসায়ী মো. সাগর হোসেন এর বসতঘরে অভিযান চালানো হলে তিনি পালিয়ে যেতে সক্ষম হন। এ সময় তার ঘর থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৮০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নোয়াখালী মাইজদী সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট আতিক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালীর ডিএডি অমলেশ বাইন–এর নেতৃত্বে মোট ২৭ সদস্যের একটি যৌথ রেইডিং টিম এ অভিযান পরিচালনা করে।

ঘটনার পর আটককৃত মিল্লাত হোসেন এবং পলাতক সাগর হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, নোয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক নির্মূলের লক্ষ্যে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর