বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কুড়িগ্রামে ইউনিসেফ এর অর্থায়নে ধর্মীয় নেতাদের প্রশিক্ষণ কর্মশালার সমাপণী

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫


শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী সংলগ্ন মাদারতেরেজা স্কুল প্রাঙ্গণে ইউনিসেফ এর অর্থায়নে এসএসবিসি প্রকল্পের আয়োজনে ২৫ থেকে ২৭ অক্টোবর মোট ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণে ১ম দিনে উপস্থিত ছিলেন উপ-পরিচালক ইসলামী ফাউন্ডেশন আব্দুর রাজ্জাক রনি, ২য় দিনে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা সমাজসেবার উপ-পরিচালক মোঃ হুমায়ুন কবির এবং সমাপণী দিনে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোছাঃ সোহেলী পারভীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আজিজুল হক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এপি ম্যানেজার প্রেরণা চিসিম প্রমূখ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কৃষ্ণপুর সরকারপাড়া জামে মসজিদের খতিব ও ইমাম নাজমুল ইসলাম, ভোকেশনাল জামে মসজিদের খতিব মকবুল হোসাইন, নানকার জামে মসজিদের খতিব রাইসুল ইসলাম, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর রোকন-উদ-দৌলাসহ আরো অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জল শিকদার, কমিউনিটি ফেসিলেটেটর বাবুল চন্দ্র রায়, সাগর ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালাতে কুড়িগ্রাম সদরের ৮টি ইউনিয়ন ও পৌরসভার ২০ জন ইমাম অংশগ্রহণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর