আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) কিশোরগঞ্জের বাজিতপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে এ কর্মশালা আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। তিনি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় পুলিশ সুপার বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।
কর্মশালায় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন পর্যায়ের ভোট গ্রহণকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।