মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সর্বশেষ
খানসামায় সরিষা চাষ বিষয়ে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত নওগাঁয় টয়লেটের সেপটিক ট্যাংকে অজ্ঞাত নারীর মরদেহ জয়পুরহাট-২ আসনে জোটে থেকেও জামায়াত-এবি পার্টি মুখোমুখি  কাজিপুরে শিক্ষাঙ্গনে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক সেমিনার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ-কে সংবর্ধনা প্রদান ষড়যন্ত চক্রান্ত অব্যহত থাকলেও যথা সময়ে নির্বাচন হবে এবং বিএনপিই বিজয়ী হবে-দুলু আজ ঐতিহাসিক সলঙ্গা বিদ্রোহ দিবস ১০৪ বছরেও শহীদদের স্মরণে নির্মান হয়নি স্মৃতিস্তম্ভ সিরাজগঞ্জে মিছিল ক্রসিংয়ের সময় জামায়াতের হামলায় ছাত্রদলের ৬জন আহত শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করল আলোর পথের পথিক ফাউন্ডেশন শেরপুরে জমি দখল ও হুমকি, থানায় অভিযোগ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে শিক্ষাঙ্গনে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক সেমিনার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

কাজিপুরে অবস্থিত সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের উদ্যোগে শিক্ষাঙ্গনে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব এবং আমাদের করণীয় শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) আয়োজিত এ সেমিনারে শিক্ষাঙ্গন ও সমাজ থেকে মাদক নির্মূলে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সিরাজগঞ্জ জেলার সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, মাদকাসক্তি শুধু একটি ব্যক্তিগত সমস্যা নয়, এটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামগ্রিক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। তিনি মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান।  তিনি বলেন, “মাদকাসক্তি কেবল সামাজিক নয়, এটি একটি গুরুতর স্বাস্থ্যগত সংকট। তরুণ সমাজকে সুস্থ ও উৎপাদনশীল রাখতে হলে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে শিক্ষাঙ্গন থেকেই। শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও সচেতনতা গড়ে তুললে একটি শক্তিশালী ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণ সম্ভব।”
সেমিনারে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ নাসির উদ্দীন সভাপতির বক্তব্যে তিনি বলেন, মাদকবিরোধী আন্দোলনকে সফল করতে হলে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম, শক্তিশালী সামাজিক প্রতিরোধ এবং আইন প্রয়োগকারী সংস্থার কার্যকর ভূমিকার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ জরুরি। তিনি তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এছাড়া সেমিনারে আরও উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার নুরুল আহসান, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার আল-আমিন মিয়া, ইঞ্জিনিয়ার সেলিম রেজা, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামসহ ইনস্টিটিউটের সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনার শেষে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী স্লোগান সম্বলিত জ্যামিতি বক্স, খাতা, কলম, স্কেলসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। ও শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক সেমিনার শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একটি মাদকমুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ বিনির্মাণে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর