শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ
যারা বিভ্রান্ত ছড়াবে তাদের বলবেন গুপ্ত তোমরা -তারেক রহমান সিরাজগঞ্জ -৫ আসনে দাঁড়িপাল্লার জনসভায় ভোট চাইলেন তিনবারের সাবেক সংসদ সদস্য গণঅভ্যুত্থানের পর লুট হওয়া অস্ত্রের ৩২৯টি র‍্যাবের উদ্ধার কারিগরি শিক্ষা: ইন্ডাস্ট্রি–ইনস্টিটিউট সম্পর্ক উন্নয়নে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভারত থেকে দেশে ফিরলেন ১২৮ বাংলাদেশি জেলে, বন্দি বিনিময়ে ফেরত গেলেন ২৩ ভারতীয় বেলকুচিতে বিএনপি প্রার্থী আলিমের বিশাল নির্বাচনী জনসমাবেশ ইসি নির্দেশনায় গণভোটে নিরপেক্ষ ভূমিকার কথা স্মরণ করালেন জনপ্রশাসন সচিব পানি আনতে গিয়ে শিশু সন্তান হারালেন মা, র‍্যাবের অভিযানে উদ্ধার, গ্রেফতার ৪ ভোটের দিনে বয়োবৃদ্ধদের জন্য রিকশার ব্যবস্থা থাকবে: আমিনুল হক সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ৫০৪
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যারা বিভ্রান্ত ছড়াবে তাদের বলবেন গুপ্ত তোমরা -তারেক রহমান

নিজস্ব প্রতিবেদকঃ / ১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬



বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আপনাদেরকে অনেকে এসে বিভ্রান্তি করার চেষ্টা করবেন। যারা এসে বিভ্রান্তি করা চেষ্টা করবেন, দেখামাত্র তাদেরকে বলবেন গুপ্ত তোমরা। পারবেন বলতে? যারা বিভ্রান্তিমুলক কথা ছড়াবে তাদের একটাই নাম তারা গুপ্ত। কারন তাদেরকে গত ১৬ বছর আমরা দেখি নাই। যারা ৫ আগস্ট পালিয়ে গেছে তাদের সাথে তলে তলে মিশেছিল। শনিবার বিকেলে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, সিরাজগঞ্জ ও পাবনায় বহু কাজ করার আছে। যে কাজগুলো করলে এলাকার উন্নয়ন হবে, এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন হবে, সেগুলো করতে হবে। আন্দোলন, সংগ্রাম করে বিএনপিসহ বাংলাদেশের মানুষ জীবন উৎসর্গ করেছে। এখন আমাদের দেশ গঠন করতে হবে। আপনারা আমাদের সাথে আছেন দেশ গঠনে। তিনি বলেন, সিরাজগঞ্জ-পাবনায় যেমন কৃষি আছে, ছোট ছোট মিল কারখানা আছে। আমাদের এই মুুহুর্তে কৃষিকে টেনে উঠাতে হবে, কৃষকের পাশে দাঁড়াতে হবে তেমনি লক্ষ লক্ষ যুবকের কর্মসংস্থান গড়তে হবে। নতুন নতুন শিল্পপার্ক স্থাপনের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। উত্তরাঞ্চল কৃষিজীবী মানুষ বেশি। তাই পঞ্চগড় থেকে সিরাজগঞ্জ পর্যন্ত কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চাই। যাতে এই এলাকার যুবকদের, তরুনদের-বোনদের কর্মসংস্থানের সম্ভাবনা থাকবে। তিনি বলেন, আমরা যদি তাঁতের কথা বলি, লুঙ্গির কথা বলি তবে প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে সিরাজগঞ্জ-পাবনার কথা। এই এলাকার মানুষ তাঁত শিল্পের সাথে জড়িত। কিন্তু তাঁত শিল্প নিয়ে পরিকল্পনা গ্রহন করতে পারি, তবে এই তাঁতশিল্পের উৎপাদিত পণ্য সারা বিশে^ ছড়িয়ে দিতে সক্ষম হবো এবং আগামী দিনে আমরা সিরাজগঞ্জ-পাবনার তাঁতের উৎপাদিত পণ্য সারাবিশে^ ছড়িয়ে দিবো।
তিনি বলেন, আমাদের মা-বোনদেরকে স্বাবলম্বী করতে হবে। দেশনেত্রী খালেদা জিয়ার সময় মেয়েদের শিক্ষা ব্যবস্থা করেছিলেন। যার ফলে ক্লাস ওয়ান থেকে এইচএসসি পর্যন্ত ফ্রি হয়ে গেছে। যার সুবিধা মেয়েরা পাচ্ছে। কিন্তু আজ ২০ বছরে অনেক মেয়েরা মাতে পরিণত হয়ে গেছে। কিন্তু তাদের শিক্ষার আলো আছে। আপনাদের আগামীর ধানের শীষের সরকার এসব মায়েদের স্বাবলম্বী গড়ে তুলতে চায়। এ জন্যই বিএনপি সরকার প্রত্যেক মাকে ফ্যামিলি কার্ড পৌছে দিয়ে ধীরে ধীরে প্রত্যেক মাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলব।

তারেক রহমান বলেন, কৃষকরা সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করে। তাদের কারনেই বাংলাদেশের মানুষ দুবেলা খেতে পারে। তাই কৃষকদের পাশে আমরা দাঁড়াতে চাই। আমরা তাদের প্রয়োজনীয় সার, কীটনাশক ও বীজ কৃষকের ঘরে ঘরে পৌছে দিতে চাই। যেখানে কোন মধ্যস্বত্বভোগী থাকবে না। এজন্য কৃষক কার্ড দেয়া হবে।

তিনি বলেন, যে সকল তরুন ও যুব সমাজ আইটি সেক্টরে কাজ করে তাদেরকে বিশেষভাবে ট্রেনিং করাবো। একই সাথে যারা বিদেশে যায় তাদের ট্রেনিং থাকে না। তাই সিরাজগঞ্জ ও পাবনায় ট্রেনিংয়ের জন্য ভোকেশনাল ট্রেনিং সেন্টার স্থাপন করে প্রশিক্ষন দেয়া হবে। যাতে করে তারা বিদেশে গিয়ে ভাল বেতনের কর্মসংস্থান করতে পারে।


তিনি বলেন, বাংলাদেশে যেমন ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার ঠিক তেমনি আমাদের ছেলে মেয়েদের মধ্যে থেকে ক্রীড়াবিদও তৈরী করতে চাই। তাই যেই ছেলে-মেয়ে যে খেলায় যে ভাল তাদেরকেকে খুঁজে বের করে এনে সেই খেলায় ট্রেনিং দিবো। যাতে করে সে আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য সুনাম বয়ে আনতে পারে। আমরা মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের যারা গুরু তাদেরকে সরকারের পক্ষ থেকে মাসিক সম্মানিভাতার ব্যবস্থা করতে চাই। ১২ তারিখে ধানের শীষ বিজয় করলে ১৩ তারিখ থেকে কাজগুলো বাস্তবায়ন করব। এছাড়াও সিরাজগঞ্জ এবং পাবনার আঞ্চলিক সড়ক, স্কুলে কলেজে শিক্ষক সংকট, হাসপাতালে চিকিৎসক, ওষুধ নার্স নেই। এগুলো সমাধান করব।


তিনি বলেন, আমরা সকলেই ধানের শীষের ভোট দিব এবং দেশ গঠনের কাজে হাত দিবো আমরা। কারন দেশ আমাদের অনেকে দিয়েছে। এই দেশের জন্য ১৯৭১ সালে লক্ষ শহীদ জীবন উৎসর্গ করেছে দেশের স্বাধীনতার অর্জন করা জন্য। ২০২৪ সালের জুলাই-আগস্টের অনেক মানুষ জীবন দিয়েছে সেই স্বাধীনতা রক্ষার জন্য। এখন আমাদের সেই স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হবে। বাংলাদেশের মানুষের জন্য অর্থবহ করতে হবে।


তিনি বলেন, বাংলাদেশের মানুষ জানতে চায়, বাংলাদেশের মানুষ দেখতে চায় যে কোন রাজনৈতিক দল কি পরিকল্পনা গ্রহন করবে দেশ এবং জনগনের জন্য। যাতে জনগন এবং দেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমরা বিএনপি পরিকল্পনা দিয়েছে। এই মুহুর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনে দিকে সামনের দিকে পরিচালিত করতে হয়? বিএনপি ছাড়া এই মুহুর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে এমন রাজনৈতিক দল নেই। মানুষ তার উপর ভরসা করে, যার অভিজ্ঞতা আছে। মানুষ তার উপর ভরসা করে যার উপর ভরসা করা যেতে পারে। মানুষ তার উপর ভরসা করে যে মানুষকে বিপদের সময় ফেলে রেখে চলে যায়নি। এই সব গুন একমাত্র বিএনপির ভিতরেই আছে। কাজেই আজ যদি বাংলাদেশকে গড়তে হয়, ২০ কোটি মানুষকে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হয়, তাহলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে কেউ ষড়যন্ত্র করে ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, জুলাই-আগষ্টে যারা শহীদ হয়ে আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছে সেই অধিকার কেউ কেড়ে নিতে পারে, স্তব্ধ করে নিতে পারে।

তিনি বলেন, আসুন আমাদের শপথ একটাই জনগনের রাজনীতি প্রতিষ্ঠা করা। বাংলাদেশকে শহীদদের প্রত্যাশিত বাংলাদেশে রূপান্তরিত করা। যে বাংলাদেশে প্রত্যক নারী-পুরুষ নিরাপদ বসবাস, চলাফেরা এবং রাতে ঘুমাতে পারবে। আমরা বিশ^াস করি বিএনপি এটা নিশ্চিত করতে পারবে। এ রকম বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশের মানুষের জোড়ালো সমর্থন প্রয়োজন। আমরা দৃঢ় বিশ^াস করি এবার বাংলাদেশের প্রতিটি মানুষ ধানের শীষের পক্ষে রায় দিবে। তাহলে আসুন সবাই কথা একটাই, কাজ একটাই, ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’ কাজেই বাংলাদেশকে যেহেতু সবার আগে তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একসাথে কাজ করতে। দেশকে গড়ে হবে। আজকে নির্বাচনী জনসভায় এই আমাদের শপথ।

বক্তব্য শেষে তিনি সিরাজগঞ্জ ও পাবনার সংসদ সদস্য প্রার্থী পরিচয় করিয়ে দেন সিরাজগঞ্জ-১ আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী সেলিম রেজা, সিরাজগঞ্জ-২ আসনের ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৪ আসনের প্রার্থী এম. আকবর আলী, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম, সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. এম এ মুহিত এবং পাবনা -১ আসনের প্রার্থী- ভিপি শামসুর রহমান, পাবনা–২ আসনে একে এম সেলিম রেজা হাবিব, পাবনা-৩ হাসান জাফির তুহিন, পাবনা-৪ আসনের হাবিবুর রহমান হাবিব, পাবনা- ৫ আসনের এ্যাড শামসুল রহমান শিমুল বিশ্বাস।

জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। নির্বাচনী সভায় তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবায়দা রহমান উপস্থিত ছিলেন। নির্বাচনী সভায় লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মী ও সাধারন মানুষ অংশগ্রহন করেন।








আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর