নাসিম রিয়াদ, নিজস্ব প্রতিবেদকঃ
মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমদ চুপ্পু মহোদয়ের পুত্র আরশাদ আদনান রনি পরিচালিত সামাজিক সংগঠন স্বপ্ন ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার নবগঠিত কমিটিতে মহিমাগঞ্জ মহাবিদ্যালয় ডিগ্রী কলেজ গোবিন্দগঞ্জ, গাইবান্ধার সমাজকর্ম বিভাগের প্রভাষক মোহাম্মদ শাহাদুত জ্জামান (ইমন) কে সভাপতি ও মোঃ ফুয়াদ হাসান’কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
সংগঠনটির ‘নির্বাহী পরিষদ’ এ কমিটি গঠন করেন। সংগঠনটির পরিচালক আরশাদ আদনান রনির প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটিকে আরও গতিশীল করার লক্ষ্যে আগামী ১ বছর এই কমিটি সংগঠনটির দায়িত্ব পালন করবে।
মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমদ চুপ্পু মহোদয়ের পুত্র আরশাদ আদনান রনি বলেন, ‘সমাজের দরিদ্র, নিপীড়িত, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। এছাড়াও তরুন নেতৃত্ব তৈরি ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছি। এই সংগঠন মানুষের কল্যাণে সর্বদা সচেষ্ট থাকবে।’
সংগঠনটি আর্থিক অভাবের কারণে ঝড়ে পড়া শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্ব সহ কর্মসংস্থান তৈরিতে সহায়তা করে যাচ্ছে। সম্মিলিত সাহায্য দানে সংগঠনটি এগিয়ে যাবে মানব কল্যাণে এমন আশাব্যক্ত করেন সংগঠনটির নতুন দায়িত্বশীলরা।