রাজশাহীর চারঘাট প্রেসক্লাব এর উদ্যোগে দেশের তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চারঘাট প্রেসক্লাব এর সভাপতি নজুরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল।
চারঘাট প্রেসক্লাব এর সাধারন সম্পাদক মিজানুর রহমান এর সঞ্চালনায় এই শোক সভায় আরও উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুস সালেক আদিল, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম-সাধারন সম্পাদক সাব্বির হোসেন মুকুট, চারঘাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর মোজাফ্ফর হোসেন, চারঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন, চারঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি ময়েন উদ্দীন পিন্টু, যুগ্ম-সাধারন সম্পাদক মাইনুল হক সান্টু, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আশা, দপ্তর সম্পাদক জুবায়ের ইসলাম কোষাধ্যক্ষ মিঠু রানাসহ উপজেলা পর্যায়ের গনমাধ্যম কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ। সভাশেষে মরহুমের রুহের শান্তি কামনায় কোরআন তিলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করেন চারঘাট মডেল মসজিদের পেশ ইমাম আতিকুর রহমান।
শোক সভায় প্রধান অতিথির বক্তেব্যে বিকুল বলেন খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও গুরুত্বপুুর্ন ব্যক্তিত্ব ছিলেন। তার নেতৃত্বে গনতন্ত্রের জন্য অসামান্য সংগ্রাম এবং নারীর ক্ষমতায়নের ভ্থয়সী প্রশংসা করেন। তিনি আরও বলেন বাংলাদেশ একটি অভিজ্ঞ, সাহসী ও প্রতিশ্রুতিশীল নেত্রীকে হারিয়েছে যা জাতির জন্য অপূরনীয় ক্ষতি। অনুষ্ঠানে একই সঙ্গে তার পরিবার ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বার ২০২৫ তার বয়স ৮০ বছর বয়সে ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন, যা দেশ জুড়ে গভীর শোক ও শোকের ছাড়া ফেলেছে।