রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাটোরে অবৈধ দেশীয় মদ উৎপাদন বন্ধে সেনা অভিযান: আটক -৪ বিদ্যুতের টাওয়ার চুরির সময় স্থানীয়দের হাতে চোর আটক ,২০ হাজার টাকার বিনিময়ে মুক্ত সিরাজগঞ্জে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দলিল ও খারিজ করার অভিযোগ বেলকুচিতে সন্ত্রাস-চাদাবাঁজির বিরুদ্ধে বিক্ষোভ সলঙ্গায় বৌভাতের দিন স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রথম স্ত্রীর আহাজারি নাগেশ্বরীতে বাল্যবিয়ে বন্ধে স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ এবং ইন্টারেক্টিভ সেশন সভা অপহরণ নাটক সাজিয়ে চাঁদা দাবি,গ্রেফতার ২ ফেনীর পরশুরামে কোস্ট গার্ডের ত্রাণসামগ্রী বিতরণ রাজশাহীর পুঠিয়া ধোপাপাড়ায় ২ কিমি রাস্তা যেনো অভিশপ্ত সদিয়া চাঁদপুর ইউপিতে উন্মুক্ত পদ্ধতিতে ভিডব্লিউবি উপকারভোগী বাছাই

রান বন্যার ম্যাচে ইংল্যান্ডকে হারালো ওয়েস্ট ইন্ডিজ

অনলাইন ডেস্ক: / ১১০ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড। নিয়মরক্ষার বাকি দুই ম্যাচের প্রথমটি বড় স্কোর দাঁড় করিয়েও হেরেছে ইংলিশরা। রানবন্যার ম্যাচে রেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের দেওয়া ২১৯ রানের লক্ষ্য ৬ বল আর ৫ উইকেট হাতে রেখে টপকে গেছে পাওয়েলবাহিনী। এতে সিরিজে ব্যবধান কমিয়ে ৩-১ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

ঘরের মাঠে রান তাড়ায় এটি ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় জয়। এর আগে ২০১৭ সালে কেনসিংটনে ভারতের দেওয়া ১৯২ রানের লক্ষ্য ৯ উইকেট হাতে রেখে টপকেছিল ক্যারিবিয়ানরা।
শনিবার (১৬ নভেম্বর) রাতে সেন্ট লুসিয়ার গ্রস আইলেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামা ইংলিশদের সংগ্রহ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৮ রান। জ্যাকব বেথেল ও ফিল সল্ট ঝোড়ো ফিফটি করেছেন। জ্যাকব বেথেল ৩২ বলে করেন ৬২ রান। তার এই ইনিংসে পাঁচটি ছক্কা ও চারটি চারের মার রয়েছে। আর ফিল সল্ট ৩৫ বলে করেন ৫৫ রান। তিনি চারটি ছক্কা ও পাঁচটি চারের মার মারেন।

এ ছাড়া স্যাম কারান শেষদিকে ১৩ বলে ২৪ রানের ক্যামিও ইনিংস খেলেছেন। ক্যারিবীয় স্পিনার গুদাকেশ মোতি নেন ২ উইকেট। বড় লক্ষ্য তাড়ায় শুরুটা যেমন প্রয়োজন ছিল সেভাবেই ব্যাট করেছেন দুই উইন্ডিজ ওপেনার এভিন লুইস ও শাই হোপ। দুজনেই ব্যক্তিগত ফিফটি পূর্ণ করেছেন। উদ্বোধনী জুটিতে তুলেছেন ১৩৬ রান। সেটাই মূলত স্বাগতিকদের জয়ের ভিত গড়ে দেয়। রেহান আহমেদের বলে আউট হওয়ার আগে লুইস ৩১ বলে ৪টি চার ও ৭টি ছক্কায় করেন ৬৮ রান। রানআউটের ফাঁদে আটকানো হোপ করেন ৫৪ রান। মাত্র ২৪ বলে ডানহাতি এই ব্যাটার ৭ চার ও ৩ ছক্কার বাউন্ডারি মেরেছেন।

মাঝে নিকোলাস পুরান (০) ও শিমরন হেটমায়াররা (৭) কিছুটা বিপদে ফেললেও বাকি কাজ সেরেছেন অধিনায়ক পাওয়েল ও শেরফান রাদারফোর্ড। যদিও পাওয়েলের বিদায়ে কিছুটা শঙ্কা ছিল ক্যারিবীয়দের। সেটিও উৎরে গিয়েছেন রাদারফোর্ড। পাওয়েল ২৩ বলে ৩৮ এবং রাদারফোর্ড জয় নিশ্চিত করে ফেরার আগে ১৭ বলে ২৯ রান করেন। শেষ দুই ওভারে ১৫ রান দরকার হলেও, এক ওভার হাতে রেখেই সেটি তুলে নেন এই ব্যাটার। ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন রেহান।

ম্যাচে দুই দল মিলে রান তুললো ৪৩৯। ছক্কা মারলো সমান ১৬টি করে মোট ৩২টি। সিরিজের শেষ ম্যাচ আজ রাতে সেন্ট লুসিয়াতেই।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ২০ ওভারে ২১৮/৫ (সল্ট ৫৫, বেথেল ৬২; মোতি ২/৪০, জোসেফ ১/৩৩)।
ওয়েস্ট ইন্ডিজ: ১৯ ওভারে ২২১/৫ (লুইস ৬৮, হোপ ৫৪; রেহান ৩/৪৩, টার্নার ১/৪২)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: শাই হোপ।
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ৩–১ ব্যবধানে এগিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir