বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ
উল্লাপাড়ার সরকারি রাস্তার কাটা গাছ উদ্ধার হলেও নেওয়া হয়নি কোন আইনি ব্যবস্থা স্থায়ী পুনর্বাসন ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি আমিনুল হকের নোয়াখালীতে দুই মাদক সেবীকে কারাদন্ড নির্বাচন ও গণভোট ঘিরে উপকূলে কোস্ট গার্ডের বিশেষ নজরদারি, ‘হ্যাঁ’ ভোটের প্রচার বর্তমান প্রজন্মের আদর্শ ও অনুপ্রেরণার নাম ড.জহিরুল ইসলাম বকুল রক্তের বিনিময়ে ভোটের সুযোগ হয়েছে-ইকবাল হাসান মাহমুদ টুকু নির্বাচনি কর্মকর্তারা গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচার চালাতে পারবেন না: ইসি কৃষকের সঙ্গে ধানের চারা রোপণে সিরাজগঞ্জ- ৫ আসনের বিএনপির প্রার্থী আলীম চট্টগ্রামে কোস্ট গার্ড–পুলিশের অভিযানে ৪ কোটি টাকার ভারতীয় বস্ত্র ও ভেজাল পণ্য জব্দ খানসামায় সরিষা চাষ বিষয়ে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

স্থায়ী পুনর্বাসন ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি আমিনুল হকের

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬



ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, নির্বাচিত হলে কালশী ও মিরপুর এলাকার মানুষের দীর্ঘদিনের উচ্ছেদ আতঙ্ক দূর করতে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করবেন। একই সঙ্গে তিনি সকল ধর্ম ও বর্ণের মানুষের জন্য একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার সপ্তম দিনে মিরপুর সিরামিক ও উত্তর কালশী এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। সকাল থেকে দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে তিনি এলাকায় ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ করেন এবং নিজের কর্মপরিকল্পনা তুলে ধরেন।

গণসংযোগ শেষে এক পথসভায় আমিনুল হক বলেন, “আমি এই এলাকারই সন্তান। এখানকার মানুষের প্রধান দুশ্চিন্তা উচ্ছেদ আতঙ্ক। নির্বাচিত হলে স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করাই হবে আমার সর্বোচ্চ অগ্রাধিকার।”

এ সময় তিনি অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের বেহাল দশা ও জলাবদ্ধতার সমস্যা রয়েছে। এসব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে একটি উপযুক্ত স্থানে কবরস্থানের ব্যবস্থা করার পরিকল্পনার কথাও জানান তিনি।

নির্বাচনী প্রচারণা নিয়ে আমিনুল হক বলেন, “প্রচারণার সপ্তম দিনে এসে দেখছি, বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ ও নিরপেক্ষ মুরুব্বিরাও স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হচ্ছেন। এটি পরিবর্তনের ইঙ্গিত।”

তবে প্রচারণাকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে অভিযোগও তোলেন তিনি। আমিনুল হকের অভিযোগ, জামায়াতের প্রার্থী ও তাঁর কর্মীরা ভোটারদের বাসায় গিয়ে জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহ করছেন এবং আর্থিক প্রলোভন দেখিয়ে বিকাশ নম্বর নিচ্ছেন, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। তিনি দাবি করেন, এসব অভিযোগের পক্ষে তাঁর কাছে ভিডিও প্রমাণ রয়েছে এবং বিষয়টি নিয়ে তিনি রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করবেন।

গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় ভোটারদের উদ্দেশে আমিনুল হক উস্কানি ও প্রলোভন এড়িয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর