বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন

শাহজাদপুরে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: / ২০২ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৯:০১ অপরাহ্ন

বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিণা ইউনিয়ন কৃষকদের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নরিনা হাইস্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন কৃষকদের সভাপতি রবিউল ইসলাম মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের আহবায়ক মতিয়ার রহমান, সদস্য সচিব টি.এম. শাহাদত হোসেন ঠান্ডু, শাহজাদপুর উপজেলার কৃষকদলের সভাপতি আবু বকর রনজু ও সাধারন সম্পাদক শরিফুল ইসলাম বাঘাসহ স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশে সহ¯্রাধিক কৃষকদলের নেতাকর্মী অংশগ্রহন করেন।
সভায় কৃষকদরের সদস্য সচিব টি.এম. শাহাদত হোসেন ঠান্ডু বলেন, কৃষকরাই হলো দেশের প্রাণ। কৃষকরা খাদ্য উৎপাদন করে দেশের মানুষের খাদ্যের চাহিদা পুরন করেন। দেশ নায়ক তারেক রহমান যে ৩১ দফা ঘোষনা করেছে তার মধ্যে কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য নানা উদ্যোগ রয়েছে। ৩১ দফা বাস্তবায়ন হলে কৃষকদের সকল সমস্যা দুর হবে। তাই তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকল কৃষককে ঐক্যবদ্ধ হয়েছে। ঐক্যবদ্ধ হয়ে আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতা আনতে ঘরে ঘরে ৩১ দফা পৌছাতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir