বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে  আমরন অনশনে রবি শিক্ষার্থীরা, ২০ জন অসুস্থ

নিজস্ব প্রতিবেদক: / ৩০ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১২:১৫ অপরাহ্ন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস নির্মান ডিপিপি দ্রুত অনুমোদন ও পূর্নাঙ্গ বাস্তবায়নে দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমী ভবন -৩ সামনে গতকাল শনিবার সকাল ১১টা  আমরণ অনশন করছে শিক্ষার্থীরা। অনশন চলাকালিন সন্ধ্যা  ৭ টা থেকে সকাল পর্যন্ত ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পরে।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন,  অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হাসান, ওমর ফারুক, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান, সাদমান, আবু সাঈদ, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মুইজ, মাইশা, নাফিদ, আজিজ, মিলন, ইসারুল, আলামিন, বাংলা বিভাগের শাকিল ও রিপনসহ ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পরেন।গুরুতর অসুস্থ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টীম প্রাথমিক চিকিৎসা দিচ্ছে।
শিক্ষার্থীরা বলেন, আমরা গতকাল সকাল ১১ টা থেকে অনশন শুরু করেছি। আজ একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন না হওয়া পর্যন্ত আমাদের আমরণ অনশন কর্মসূচি চলবে। অনেকেরই অবস্থায়ই খারাপ, এই অবস্থায় যদি আমাদের ভাই-বোনের কোন রকম ক্ষতি হয়, তার সম্পুর্ণ দায়ভার পরিবেশ উপদেষ্টা রিজওয়ান হাসান ও বর্তমান সরকারকেই নিতে হবে। আমরা আসলে দেখতে চাই শিক্ষার্থীরা আন্দোলন করে যাদেরকে সরকারে বসালো তাদের কাছে শিক্ষার্থীদের জীবনের মূল্যটা কতটুকু।  আমাদের কথা একটাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এবং আজই তার অনুমোদন চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir