বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন

দুই পরিবারের মজার ঘটনা নিয়ে ধারাবাহিক ‘গিট্টু’

অনলাইন ডেস্ক: / ১৭ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন

খন্দকার পরিবার আর মির্জা পরিবারের দ্বন্দ্ব এবং ওই ঝামেলা থেকে তৈরি হওয়া কিছু মজার ঘটনা নিয়ে আসছে নতুন ধারাবাহিক নাটক ‘গিট্টু’।

এতে অভিনয় করেছেন একগুচ্ছ অভিনয়শিল্পী। সুস্ময় সুমনের রচনা ও রুমান রুনির পরিচালনায় এই নাটক দেখা যাবে বৈশাখী টিভিতে। প্রতি সপ্তাহের মঙ্গলবার থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে দেখা যাবে নাটকটি।

নাটকের গল্পে দেখা যাবে, খন্দকার পরিবার আর মির্জা পরিবারের ভালো সম্পর্ক থাকলেও ব্যবসায়িক দ্বন্দ্বে তাদের সম্পর্ক ছিন্ন হয়। প্রজন্ম পেরিয়েও যে সমস্যা চলতেই থাকে। তবে খন্দকারের মেয়ে মিতা আর মির্জার ছেলে রাতুল প্রকাশ্যে একে অপরের শত্রু হলেও, গোপনে তারা একে অপরকে ভালোবাসে। পরিবারকে মিলিয়ে দিতে গিয়ে তারা নানা ধরনের উদ্যোগ নেয়। এতে মজার কিছু ঘটনা ঘটে।

এই নাটকে অভিনয়ে আছেন আবদুল্লাহ রানা, শারাফ আহমেদ জীবন, নাজিয়া হক অর্ষা, মাহমুদুল ইসলাম মিঠু, সেমন্তী সৌমি, সাদ্দাম মাল, হোসাইন নীরব, শবনম পারভীন, রেশমা আহমেদ, জান্নাত সূচি, সিদ্দিক মাস্টার, কামরুন নাহার রুমা, শামীম আহমেদ মনা, ঊর্মী আহমেদসহ আরও অনেকে।

‘গিট্টু’ নাটকের গল্প লিখেছে সুস্ময় সুমন। তিনি বলেন, “নাটকের কেন্দ্রে রয়েছে দুই পরিবারের জটিল সম্পর্ক। যা দেখে দর্শক কিছুটা হলেও বিনোদন পাবে বলে আমার বিশ্বাস।”

নাটকের চিত্রগ্রহণ করেছেন রফিকুল ইসলাম ও শামসুল ইসলাম লেলিন। সঙ্গীত পরিচালনা করছেন মোহাম্মদ আপেল মাহমুদ এমিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir