মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

১০ দিনে কত আয় করল ‘ওয়ার ২’

অনলাইন ডেস্ক: / ১০ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন

এই প্রথম একসঙ্গে পর্দায় হৃত্বিক রোশান ও জুনিয়র এনটিআর। পর্দায় এই জুটি ঝড় তুলবে বলেই আশা করেছিলেন দর্শকরা। সেই সঙ্গে গোটা দেশে দারুণ ব্যবসারও স্বপ্ন দেখেছিলেন নির্মাতারা। কিন্তু, তেমনটা হল কই?

মুক্তির সপ্তাহান্ত কাটতেই প্রেক্ষাগৃহে ভরাডুবি। পর্দায় আশানুরূপ ম্যাজিক দেখাতে পারেনি হৃত্বিক রোশান, কিয়ারা আদভানী ও জুনিয়র এনটিআর অভিনীত ছবিটি। যেভাবে ব্যবসা পড়ছে এই ছবির, তাতে সমালোচকেরা মনে করছেন, খুব শিগগিরই প্রেক্ষাগৃহ ছাড়তে বাধ্য হবে ‘ওয়ার ২’।

গত ১৪ আগস্ট মুক্তি পায় সিনেমাটি। তবে মুক্তির আগেই, প্রচার ঝলক প্রকাশের সময় থেকেই সমালোচনার শিকার এটির ভিএফএক্স নিয়ে। মুক্তির পর, দর্শকের মতে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির চিত্রনাট্যও দুর্বল। ১০ দিন পর মোট আয়ের পরিমাণ কত?

দর্শকের উচ্চ প্রত্যাশায় খানিক জল ঢেলেছে এই ছবি, মত একাধিক অনুরাগীর। ফলে, শুরুটা ভাল হলেও, ধীরে ধীরে নিম্নমুখী ব্যবসা। যদিও হিসাব বলছে, দ্বিতীয় শনিবার ব্যবসায় খানিকটা উন্নতি হয়েছে।

একাধিক ‘ট্রেড ট্র্যাকিং’ সংস্থার হিসাব অনুযায়ী, মুক্তির পর প্রথম সোমবারই মুখ থুবড়ে পড়ে ‘ওয়ার ২’। ব্যবসার পরিমাণ ছিল মাত্র ৮.৭৫ কোটি, যেখানে রবিবারই প্রায় ৩২.৬৫ কোটি টাকা ঘরে তুলেছিল ছবিটি। তবে সেই সোমবার থেকেই এক বারও দুই অঙ্কের ঘর ছুঁতে পারেনি ছবির ব্যবসা। দ্বিতীয় শুক্রবার, সবচেয়ে কম ব্যবসার রেকর্ড করে এই ছবি, আয়ের পরিমাণ ছিল মাত্র ৪ কোটি। তবে শনিবার ফের একটু মাথা তুলে তাকায় হৃত্বিক-কিয়ারা জুটির ছবি। আয়ের পরিমাণ পৌঁছোয় ৬.২৫ কোটিতে। যার ফলে মোট ব্যবসার পরিমাণ দাঁড়ায় ২১৪.৭৩ কোটি।

সূত্র: আনন্দাবাজার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir