বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন

কাজিপুরে  আগুনে পুড়ে ব্যবসায়ীর ৫ লাখ টাকা ক্ষয় ক্ষতি 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৯ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৬:১০ অপরাহ্ন

 সিরাজগঞ্জের কাজিপুর গান্দাইল ইউনিয়নের এক ব্যবসায়ীর আগুনে পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি  সাধিত হয়েছে। তিনি উপজেলার নয়াপাড়া গ্রামের  বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হক।গত ২৫ শে আগস্ট  তার বাড়িতে  দিবাগত রাত অনুমান সাড়ে এগারোটায় বাড়ির উত্তর পাশের একটি পরিত্যক্ত ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছে।  আগুনে ছোট একটিসহ মোট চারটি ঘরের আসবাবপত্র তৈরি পোশাক , নগদ টাকা  টাকা, সোনার গহনা পুড়ে গেছে।
 মোজাম্মেল জানান, রাতে বাইরে বেরুলে  পরিত্যক্ত একটা ঘরে রাখা অকেজো ঝুটকাপড় থেকে ধোয়া বেরুতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই আগুন আমার ঘরে ছড়িয়ে পড়ে। কোনমতে দৌড়ে বেরিয়ে যাই।
 খবর পেয়ে কাজিপুর ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিভাতে সক্ষম হয়। এতে করে পার্শ্ববর্তী আরো কয়েকটি  ব্যবসা প্রতিষ্ঠান বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
 কাজিপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা সঠিক জানা না গেলেও বৈদ্যুতিক সটসার্টিক থেকে সূত্রপাত হতে পারে বলে আমাদের নিকটে মনে হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir