মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

গোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে অবস্থান কর্মসূচি

গোপালগঞ্জ প্রতিনিধি : / ৫ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৭:৫৯ অপরাহ্ন

মঙ্গলবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। এসবসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এসে একত্রিত হোন এবং ছাত্র সংসদ নির্বাচনের জোর দাবি জানান। রাষ্ট্রের ভবিষ্যৎ নেতৃত্ব গঠন, সুষ্ঠু গণতান্ত্রিক বিকাশ, লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি পরিহার করে সুষ্ঠু ধারার ছাত্ররাজনীতি চর্চা এবং ক্যাম্পাস স্থিতিশীল রেখে পরিপূর্ণ একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে ছাত্র সংসদ প্রয়োজন বলে জানান তারা। অবস্থানরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত স্মারকলিপি প্রদান করেন।
ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মাদ আলী ত্বোহা বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি ছাত্র সংসদ নির্বাচন, ছাত্র সংসদের মাধ্যেমে শিক্ষার্থীদের সার্বজনীন প্রতিনিধি নির্বাচন করা সম্ভব হয়, যেকোনো ছাত্র সংগঠনের প্রতিনিধিরা নিজ নিজ সংগঠন নেতাকর্মীদের প্রতি দায়বদ্ধ থাকেন, কিন্তু সকল শিক্ষার্থীর ভোটে নির্বাচনের মাধ্যমে কেউ নির্বাচিত হলে সকল শিক্ষার্থীর প্রতি দায়বদ্ধতা থাকে তার, এখানে ছাত্র সংগঠনের গুলোর প্রতিনিধির বাহিরে সাধারণ শিক্ষার্থীদেরও নির্বাচিত হওয়ার সম্ভবনা থাকে। ক্যাম্পাস স্থিতিশীল রেখে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি, কালো টাকা ও পেশি শক্তির রাজনীতি পরিহার করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন। শিক্ষার্থীদের অধিকার আদায়, রাষ্ট্রের ভবিষ্যৎ নেতৃত্ব গঠন এবং গণতন্ত্রের সুষ্ঠু বিকাশে ছাত্র সংসদ অবশ্যই প্রয়োজন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি ছাত্র সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হোক।

এছাড়া আরো বক্তব্য রাখেন কৃষি বিভাগের শিক্ষার্থী জসিম উদ্দিন,লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সুবর্না জয়,পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আকিক তানজিল জিহান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir