বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সুন্দরবনের দুবলারচরে কঠোর নিরাপত্তায় কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক: / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫


সুন্দরবনের দুবলারচরে শুরু হয়েছে প্রায় দুই শতাব্দীর ঐতিহ্যবাহী ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’। এ উৎসবকে কেন্দ্র করে তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (৪ নভেম্বর ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, ধর্মীয় উপাসনালয় ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষা এবং জনগণের জানমাল রক্ষায় কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছরও দুবলারচরে অনুষ্ঠিত ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উৎসবে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, বন্যপ্রাণী শিকার রোধে বন বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি কোস্ট গার্ডও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপত্তায় কোস্ট গার্ডের জাহাজ, স্টেশন ও আউটপোস্টগুলো প্রস্তুত রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি ডুবুরি দলও প্রস্তুত রাখা হয়েছে।

কোস্ট গার্ডের সাম্প্রতিক অভিযানের তথ্য তুলে ধরে তিনি বলেন, চলতি বছরে সুন্দরবনে ডাকাতবিরোধী অভিযানে ২৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৬৩টি দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম, ৩৬৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। জিম্মি থাকা ৬ জন নারীসহ ৪৮ জন জেলেকে উদ্ধার এবং ৪২ জন ডাকাতকে আটক করা হয়েছে। এছাড়া বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ অভিযানে ৭২০ কেজি হরিণের মাংস, চামড়া, মাথা, পা এবং ৪০০টি হরিণের ফাঁদসহ ২৪ জন হরিণ শিকারিকেও আটক করা হয়েছে।

সিয়াম-উল-হক জানান, তীর্থযাত্রী ও দর্শনার্থীদের যেকোনো জরুরি প্রয়োজনে দ্রুত সেবা পেতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

তিনি আরও আশা প্রকাশ করেন, এবারের ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উৎসব সফলভাবে, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর