বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক: / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
-সংগৃহীত ছবি।

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের পূর্ব ও দক্ষিণ অংশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

বৃহস্পতিবার লেবাননের পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় একটি হামলায় দুইজন নিহত হন। পরে দক্ষিণ লেবাননের আরবসালিম-এ আরেকটি হামলায় আরও দুইজন নিহত হন। দেশটির সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, নিহতদের মধ্যে একজন প্রবীণ নারী ছিলেন।

আরও বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ার সীমান্তবর্তী বেকা উপত্যকার পূর্বাঞ্চলীয় পর্বতমালা এবং দেশের উত্তর-পূর্বে হারমেল রেঞ্জে একাধিক তীব্র হামলা চালায়।

এ হামলা নিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী বিবৃতিতে জানানো হয়েছে, তারা হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত স্থানগুলোতে হামলা চালিয়েছে। এর মধ্যে বেকা উপত্যকায় একটি সামরিক ঘাঁটি এবং নির্ভুল ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র রয়েছে। সামরিক বাহিনী আরও নিশ্চিত করে যে তারা নাবাতিয়ে এলাকায় হিজবুল্লাহর একটি অস্ত্রাগার-এও আঘাত হেনেছে।

যদিও এ বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে সংঘাত শুরু হওয়ার পর, পরের বছর নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে এই চুক্তি সত্ত্বেও, ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননের ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর