দীর্ঘ বছর পর স্কুল বন্ধুর সঙ্গে দেখা হতেই শুরুতেই কুশল বিনিময়, বন্ধু কী খবর বল? চলে আলাপচারিতা আর পারিবারিক ও কর্মস্থলের গল্প। কেউ কেউ ফিরে যান বিদ্যালয় জীবনের মজার স্মৃতির কথায়।
নতুন-পুরোনো শিক্ষার্থীদের এমন আড্ডায় জমজমাট হয়ে উঠেছিল সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন ঐতিহ্যবাহী বেতিল স্কুল এন্ড কলেজের এসএসসি ১৯৯২ ব্যাচের বন্ধুদের পুনর্মিলীতে।
১৬ ডিসেম্বর মঙ্গলবার মহান বিজয় দিবসে খামারগ্রামের বাগানবাড়িতে অনুষ্ঠিত হয়েছে এই জমজমাট পুনর্মিলনী।
গান গল্প আর পুরোনো দিনের স্মৃতিতে কাটে একটি দিন। আগামী বছর গুলেতে পুনর্মিলনীকে পানবন্ত করতে সামাজিক এবং মানবিক কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।
পুনর্মিলনীতে বন্ধুদের আড্ডা আলোচনা সভা, আলোচনা সভা শেষে দুপুরের খাবার পরিবেশন করা হয়।