বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
কল্যাণপুরে অবৈধ আগ্নেয়াস্ত্র ও বিদেশি মদসহ নাসির লন্ডনী আটক নোয়াখালীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৫, আহত অনেক পুলিশ সদর দপ্তরে বড় রদবদল কাজিপুরে বাল্যবিবাহ প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  কাজিপুরে আরচেস কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান   ‘‘জয়পুরহাটের ব্রান্ডিং’’ সোনালী মুরগী-লতিরাজ-জয়পুরহাটের গর্ব আজ কুড়িগ্রাম-২ আসনে এনসিপির মনোনয়ন পত্র সংগ্রহ কুড়িগ্রামে তীব্র শীত, ১২ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা, দুর্ভোগে নিম্নআয়ের মানুষ জয়পুরহাট-২ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘চাঁন-মানিক’ গ্রুপের প্রধানসহ আটক ৫৩, মাদক-দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

‘‘জয়পুরহাটের ব্রান্ডিং’’ সোনালী মুরগী-লতিরাজ-জয়পুরহাটের গর্ব আজ

জলিল রানা, জয়পুরহাট প্রতিনিধি : / ৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

উত্তরাঞ্চলের শস্য ভাণ্ডার খ্যাত সীমান্তের কোলঘেষা ছোট্ট এ জেলার ‘‘কচুর লতি এবং সোনালী মুরগী আজ এই জেলার ব্রান্ডিং । তাইতো বলা হয় , সোনালী মুরগী-লতিরাজ-জয়পুরহাটের গর্ব আজ। এই ব্রান্ডিং পণ্য দুটি জেলার কৃষিখাতকে একদিকে যেমন করেছে সম্প্রসারিত তেমনি অন্যদিকে করেছে সমৃদ্ধ ।

লোগোর বর্ণনাঃ
জয়পুরহাটের ব্রান্ডিং লোগোটি জেলার সমৃদ্ধ কৃষির নিদর্শক । লোগোতে উপস্থাপিত লতিরাজ কচুর লতি এবং সোনালী মুরগীই হলো জেলার দুটি ব্রান্ড পণ্য।
ট্যাগলাইনের বর্ণনাঃ এই ট্যাগলাইনের মাধ্যমে জয়পুরহাট জেলার স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যমন্ডিত দু;টি কৃষি পণ্যের সামগ্রিক গুরুত্ব ইতিবাচকভাবে প্রকাশ পেয়েছে।
সোনালী মুরগী ও জয়পুরহাট:
সোনালী মুরগী, বাংলাদেশের প্রাণীসম্পদ অধিদপ্তরের সরকারী হাঁস-মুরগী খামার, জামালগঞ্জ, জয়পুরহাট কর্তৃক উৎপাদিত এবং সম্প্রসারিত এক ধরনের মুরগী । ২০০০ খ্রিস্ট্রাব্দে এ মুরগী উৎপাদন এবং সম্প্রসারণ শুরু হয় । এ মুরগীর ডিম ও মাংস উভয় উদ্দেশ্যেই লালন পালন করা যায় । এ মুরগী দেখতে প্রায় দেশী জাতের মুরগীর মত, আর মাংস সুস্বাদু এবং এর উৎপাদন খরচ ও কম এবং অপেক্ষাকৃত সাধারণ পরিচর্যার লালন-পালন করা যায় । এ মুরগী তাপ সহিষ্ণু এবং এর ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব অনেকটাই কম ।

এ জেলায় ৫ হাজারে অধিক সোনালী মুরগীর খামার আছে । এছাড়া বাচ্চা উৎপাদনের জন্য আছে ৩০টি হ্যাচারী । সেখান থেকে প্রতি বছর প্রায় ৪ কোটি বাচ্চা উৎপাদন করা হয়। সোনালী মুরগীর খাদ্য যোগান দেওয়ার জন্য জেলায় রয়েছে ১১ টি খাদ্য উৎপাদন ফিড মিল । এসব মিল হতে প্রতি বছর প্রায় ১ লাখ ৬০ হাজার মে:টন রেডি ফিড উৎপাদন হয়।

লতিরাজ ও জয়পুরহাট:
কচুর কিছু প্রজাতি ব্যাপক ভাবে চাষাবাদ হয় গ্রীষ্ম মন্ডলীয় ও অব গ্রীষ্ম মন্ডলীয় অঞ্চলে। কথিত আছে হাওয়াই দ্বীপে প্রাচীন পলিনেশিয়ানরা প্রধান খাদ্য হিসাবে চাষ করার জন্য কচু নিয়ে আসেন । ইহা একটি মূল জাতীয় ফসল। জয়পুরহাট জেলায় আজ থেবে প্রায় ২০-২৫ বছর আগে কিছু কৃষক পানি কচু বা লতিরাজ কচুর চাষাবাদ শুরু করেন ।

বর্তমানে জেলার সদর, পাঁচবিবি ও আক্কেলপুর উপজেলায় রবি ও খরিপ মৌসুম মিলে প্রায় ৭০০ হেক্টর জমিতে লতিরাজ কচুর চাষ হয়ে থাকে । কচু সুস্বাদু, পুষ্টিকর ও রপ্তানীযোগ্য হওয়ায় খুব সহজে কৃষকের নিকট জনপ্রিয় হয়েছে ।
বারি পানি কচু-(১) ১৯৮৮ সনে লতিরাজ কচু হিসাবে জাতীয় বীজ বোর্ডের সভায় অনুমোদিত হয় । বারি পানি কচু-১ এর লতি ও রাইজম অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর । লতি কচুতে প্রচুর পরিমানে ভিটামিন ‘এ’ ও লৌহ থাকে । তাছাড়া শর্করা, আমিষ ও আঁশ থাকে । দেশের অন্যান্য এলাকায় উৎপাদিত লতির চেয়ে এ জেলার লতির গুনগত মান ভালো এবং বাজারে তুলনামূলকভাবে অনেক বেশী।
এম.এ.জলিল রানা,জয়পুরহাট: ২৩ ডিসেম্বর-২০২৫।    উত্তরাঞ্চলের শস্য ভাণ্ডার খ্যাত সীমান্তের কোলঘেষা ছোট্ট এ জেলার ‘‘কচুর লতি এবং সোনালী মুরগী আজ এই জেলার ব্রান্ডিং । তাইতো বলা হয় , সোনালী মুরগী-লতিরাজ-জয়পুরহাটের গর্ব আজ। এই ব্রান্ডিং পণ্য দুটি জেলার কৃষিখাতকে একদিকে যেমন করেছে সম্প্রসারিত তেমনি অন্যদিকে করেছে সমৃদ্ধ ।

লোগোর বর্ণনাঃ
জয়পুরহাটের ব্রান্ডিং লোগোটি জেলার সমৃদ্ধ কৃষির নিদর্শক । লোগোতে উপস্থাপিত লতিরাজ কচুর লতি এবং সোনালী মুরগীই হলো জেলার দুটি ব্রান্ড পণ্য।
ট্যাগলাইনের বর্ণনাঃ এই ট্যাগলাইনের মাধ্যমে জয়পুরহাট জেলার স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যমন্ডিত দু;টি কৃষি পণ্যের সামগ্রিক গুরুত্ব ইতিবাচকভাবে প্রকাশ পেয়েছে।
সোনালী মুরগী ও জয়পুরহাট:
সোনালী মুরগী, বাংলাদেশের প্রাণীসম্পদ অধিদপ্তরের সরকারী হাঁস-মুরগী খামার, জামালগঞ্জ, জয়পুরহাট কর্তৃক উৎপাদিত এবং সম্প্রসারিত এক ধরনের মুরগী । ২০০০ খ্রিস্ট্রাব্দে এ মুরগী উৎপাদন এবং সম্প্রসারণ শুরু হয় । এ মুরগীর ডিম ও মাংস উভয় উদ্দেশ্যেই লালন পালন করা যায় । এ মুরগী দেখতে প্রায় দেশী জাতের মুরগীর মত, আর মাংস সুস্বাদু এবং এর উৎপাদন খরচ ও কম এবং অপেক্ষাকৃত সাধারণ পরিচর্যার লালন-পালন করা যায় । এ মুরগী তাপ সহিষ্ণু এবং এর ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব অনেকটাই কম ।

এ জেলায় ৫ হাজারে অধিক সোনালী মুরগীর খামার আছে । এছাড়া বাচ্চা উৎপাদনের জন্য আছে ৩০টি হ্যাচারী । সেখান থেকে প্রতি বছর প্রায় ৪ কোটি বাচ্চা উৎপাদন করা হয়। সোনালী মুরগীর খাদ্য যোগান দেওয়ার জন্য জেলায় রয়েছে ১১ টি খাদ্য উৎপাদন ফিড মিল । এসব মিল হতে প্রতি বছর প্রায় ১ লাখ ৬০ হাজার মে:টন রেডি ফিড উৎপাদন হয়।

লতিরাজ ও জয়পুরহাট:
কচুর কিছু প্রজাতি ব্যাপক ভাবে চাষাবাদ হয় গ্রীষ্ম মন্ডলীয় ও অব গ্রীষ্ম মন্ডলীয় অঞ্চলে। কথিত আছে হাওয়াই দ্বীপে প্রাচীন পলিনেশিয়ানরা প্রধান খাদ্য হিসাবে চাষ করার জন্য কচু নিয়ে আসেন । ইহা একটি মূল জাতীয় ফসল। জয়পুরহাট জেলায় আজ থেবে প্রায় ২০-২৫ বছর আগে কিছু কৃষক পানি কচু বা লতিরাজ কচুর চাষাবাদ শুরু করেন ।

বর্তমানে জেলার সদর, পাঁচবিবি ও আক্কেলপুর উপজেলায় রবি ও খরিপ মৌসুম মিলে প্রায় ৭০০ হেক্টর জমিতে লতিরাজ কচুর চাষ হয়ে থাকে । কচু সুস্বাদু, পুষ্টিকর ও রপ্তানীযোগ্য হওয়ায় খুব সহজে কৃষকের নিকট জনপ্রিয় হয়েছে ।
বারি পানি কচু-(১) ১৯৮৮ সনে লতিরাজ কচু হিসাবে জাতীয় বীজ বোর্ডের সভায় অনুমোদিত হয় । বারি পানি কচু-১ এর লতি ও রাইজম অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর । লতি কচুতে প্রচুর পরিমানে ভিটামিন ‘এ’ ও লৌহ থাকে । তাছাড়া শর্করা, আমিষ ও আঁশ থাকে । দেশের অন্যান্য এলাকায় উৎপাদিত লতির চেয়ে এ জেলার লতির গুনগত মান ভালো এবং বাজারে তুলনামূলকভাবে অনেক বেশী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর