রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে নির্বাচনের অভিযোগ গ্রহনের দায়িত্বে ৬ শীর্ষ কর্মকর্তা সিরাজগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের হামলা, মারধর মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জন গ্রেফতার কমিউনিটি লিডার হিসেবে রাষ্ট্রীয় “প্রবাসী সম্মাননা-২০২৫” ভূষিত হলেন কাউন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়া দলের ভেতরে আড়ি পেতে থাকা দুষ্কৃতকারীদের চিহ্নিত করুন, রাজনৈতিক দলগুলোকে স্বরাষ্ট্র উপদেষ্টা শেরপুরে পৃথক স্থানে খড়ের পালায় আগুন: পুড়ে ছাই ৩৭ বিঘা জমির খড়, দিশেহারা দুই কৃষক শেরপুরে হলুদে রাঙিয়েছে দিগন্ত জোড়া মাঠ: লক্ষ্যমাত্রা পূরণ না হলেও বাম্পার ফলনের আশা গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান এনায়েতপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ মিয়ানমারে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে: জান্তা প্রধান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দলের ভেতরে আড়ি পেতে থাকা দুষ্কৃতকারীদের চিহ্নিত করুন, রাজনৈতিক দলগুলোকে স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

বিভিন্ন রাজনৈতিক দলের অভ্যন্তরে ওত পেতে থাকা ফ্যাসিস্টের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, সুযোগসন্ধানী ও খোলস পাল্টানো এসব অপরাধী দলীয় ছত্রচ্ছায়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে।

রবিবার(২৮ ডিসেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, আমরা খবর পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী না জেনে ফ্যাসিস্টের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের দলে স্থান দিচ্ছেন। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর নেতৃত্বকে আরও সচেতন হতে হবে। দলের ভেতরে আড়ি পেতে থাকা সুবিধাবাদী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করুন, এদের থেকে দূরে থাকুন। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন।

হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। পুলিশ, বিজিবি, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।

তিনি জানান, এ ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ছয়জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং চারজন সাক্ষীও আদালতে সাক্ষ্য প্রদান করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল, গুলি, মোটরসাইকেল, সিসিটিভি ফুটেজসহ বিপুল আলামত জব্দ করা হয়েছে। এছাড়া প্রায় ৫৩টি অ্যাকাউন্টের ২১৮ কোটি টাকার স্বাক্ষরিত চেক উদ্ধার করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১০ দিনের মধ্যে মামলার চার্জশিট দেওয়া সম্ভব হবে। তদন্ত শেষ হলে হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের পূর্ণাঙ্গ তালিকা জনসমক্ষে প্রকাশ করা হবে। ইতোমধ্যে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে ফ্যাসিস্টের দোসর ও দুষ্কৃতকারীরা তৎপর রয়েছে। সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে, যেন শত্রুপক্ষ কোনো সুযোগ নিতে না পারে।

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গত ১৩ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত এ অভিযানে ৯ হাজার ৯৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ১০২টি আগ্নেয়াস্ত্র, ৫৫৩ রাউন্ড গুলি, গ্রেনেড, বোমা তৈরির উপকরণসহ বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টমূলে মোট গ্রেফতার সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৩৪১ জনে।

প্রেস ব্রিফিংয়ে সাম্প্রতিক বিভিন্ন সহিংস ঘটনা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অভিযানের অগ্রগতির কথাও তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পেলে পরিস্থিতি আরও স্থিতিশীল থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর