রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতাররা হলেন-হাসান (২৩), আলাউদ্দিন (৩২),শাকিল (২২), প্রত্যয় হাসান (১৯), আরাফাত ইয়াসিন (১৮), রাব্বি দর্জি (২৩), নাঈম (২১), মাসুম (২০), রিদোয়ান (১৮), রুহুল আমিন (২৪), সামির (২২), জয় গোলদার (২৫), ইমন (২১), রুহান (২০), শুভ (২২), সাফিন (২৬), আহমেদ সাদমান (৩১), আরাফাত (২১), মোবারক (৩৮),আব্দুল্লাহ (১৯), নাজমুল (১৮) ও সুমন (২৫)। এদের মধ্যে চুরি মামলায় ৩ জন,পরোয়ানা -১জন( পরোয়ানা তামিল ৪ টি), বিভিন্ন আইনে -১৮ জন।
একইদিনে আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ৭ জনকে গ্রেফতার করা হয়।
আদাবর থানা এলাকায় গ্রেফতাররা হলেন-মো. কালাম (৪০), মো. মেহেদী হাসান সাব্বির (২২), মো. রায়হান হাবিব (১৯), নওরোজ জাবির ওরফে নিশাত (২২), মো. মানিক (২২), মো. টিটু (৩৬) ও
এ্যাডঃ মো. আসিফ আল মাসউদ (৩০)।
ডিসি মো.ইবনে মিজান বলেন,গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে মোট ২৯ জনকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।