সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
দায়িত্বনিষ্ঠা ও প্রস্তুতির আহ্বান: পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ শীতার্তদের পাশে বিজিবি: ঢাকায় ৮০০ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভনে কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ১ পুলিশের পেছনে জনগণ থাকলেই আইনশৃঙ্খলা নিশ্চিত: পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন প্রার্থিতা ফিরে পেয়ে ঢাকাস্থ কালিগঞ্জ-আশাশুনিবাসীর সঙ্গে পরিবর্তনের অঙ্গীকারে ডা. শহিদুল আলমের মতবিনিময় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপি নেতার শীতবস্ত্র বিতরণ ফরিদপুর-১ আসনে খন্দকার নাসিরের মনোনয়ন কি বাতিল হচ্ছে? নির্বাচন কমিশনে আপিল করলেন শাহ মো. আবু জাফর মোসাব্বির হত্যা: গুলির আগে রেকি, হত্যাকাণ্ড ব্যবসা কেন্দ্রীক ধারণা ডিবির সিরাজগঞ্জ-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন নাগরিক ঐক্যের সাকিব আনোয়ার কুড়িগ্রামে সাইক গ্রুপের জব ফেয়ারে ২০০ জনের চাকুরি লাভ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আনসার ভিডিপি একাডেমিতে শহীদ বীর প্রতীক ওয়ালীউল মাল্টিপারপাস কমপ্লেক্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

আনসার ভিডিপি একাডেমি, সফিপুর, গাজিপুরে নির্মিত শহীদ বীর প্রতীক ওয়ালীউল মাল্টিপারপাস কমপ্লেক্স (টিটিসি দরবার হল)-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদপ্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

বীরত্ব ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী আনসার সদস্য শহীদ মুজাহিদ ওয়ালীউল হোসেন, বীর প্রতীক-এর স্মরণে নির্মিত এই মাল্টিপারপাস কমপ্লেক্সের উদ্বোধন উপলক্ষে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে শহীদ বীর প্রতীক ওয়ালীউল হোসেনের সহধর্মিণী মোছাঃ জবেদা খাতুন উপস্থিত ছিলেন। স্বামীর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে বাহিনীর এ উদ্যোগে তিনি আবেগাপ্লুত হয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উদ্বোধন শেষে বাহিনী প্রধান শহীদ বীর প্রতীক ওয়ালীউল হোসেনসহ বাহিনীর শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত এবং দেশ ও বাহিনীর সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

প্রায় তিন হাজার জন ধারণক্ষমতাসম্পন্ন আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই মাল্টিপারপাস কমপ্লেক্সে বাহিনীর দরবারসহ বিভিন্ন কেন্দ্রীয় আয়োজন, প্রশিক্ষণার্থীদের ক্লাস ও পরীক্ষা এবং সারা দেশের সাথে অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা যাবে। এতে বাহিনীর প্রশিক্ষণ, প্রশাসনিক ও সাংগঠনিক সক্ষমতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর