সিরাজগঞ্জের রাজ বাবু: হাসির ভিডিওতে মানুষের ভালোবাসা ডিজিটাল যুগে বিনোদনের বড় মাধ্যম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। আর এই মাধ্যমে সিরাজগঞ্জের মানুষের মুখে নিয়মিত হাসি ফোটাচ্ছেন তরুণ কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ আবদুল রাজ্জাক, যিনি ‘রাজ বাবু’ নামে পরিচিত।
৩০ বছর বয়সী রাজ বাবু মূলত কমেডি ও অ্যাকশনধর্মী ভিডিও তৈরি করে অল্প সময়েই দর্শকদের মন জয় করেছেন। তার ভিডিওতে সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতির ব্যবহার দর্শকদের আলাদা করে আকর্ষণ করে। জনপ্রিয়তা পেলেও রাজ বাবু এখনো সাধারণ জীবনযাপন করেন।
স্থানীয়দের মতে, তিনি একজন নিরহংকারী ও মানবিক মানুষ, যিনি শুধু মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই কনটেন্ট তৈরি করেন। নিজের সাফল্যের কৃতিত্ব তিনি দর্শকদের ভালোবাসা ও দোয়ার প্রতি উৎসর্গ করেন। ভবিষ্যতেও মানসম্মত ভিডিওর মাধ্যমে মানুষের বিনোদন জোগানো এবং সিরাজগঞ্জের নাম উজ্জ্বল করাই তার লক্ষ্য।