বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ
আনসার-ভিডিপির উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্রি চিকিৎসাসেবা ফরিদপুর-১ আসনে পেশিশক্তি ও কালো টাকা ছড়াচ্ছে স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার, অভিযোগ বিএনপি-জামায়াতের ভোট নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের নৌ পুলিশের অভিযানে সাতদিনে আটক ১৭৫ ধানের শীষে ভোট দিয়ে ন্যায়ভিত্তিক দেশ গড়ে তুলতে হবে : প্রিন্স প্রবেশপত্র ডাউনলোড করতে না পারলেও জবির ভর্তি পরীক্ষা দেওয়া যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়াকে হেসেখেলে হারালো পাকিস্তান টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণ : ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাবে বাংলাদেশ ইরানে সম্ভাব্য হামলা: সৌদি-ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের বৈঠক ফ্লাইট বিলম্বে পোখরায় অনুশীলন বাতিল করলো বাংলাদেশ নারী দল
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আনসার-ভিডিপির উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্রি চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬



প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে আয়োজিত ‘ফ্রি চিকিৎসাসেবা’ কর্মসূচির প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কক্সবাজার জেলার মহেশখালীতে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদর দপ্তর থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেন, আনসার ও ভিডিপির স্বাস্থ্যসেবা কার্যক্রম আগেও ছিল, তবে এবারের উদ্যোগের মূল লক্ষ্য ছিল সেবার মান উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়া।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে আনসার ও ভিডিপির সর্বাধিক সংখ্যক সদস্য-সদস্যা দায়িত্ব পালন করবেন। এ প্রেক্ষাপটে চিকিৎসাসেবা কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাহিনীর প্রতি জনআস্থা আরও সুদৃঢ় করেছে।

অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জ কমান্ডার ড. মো. সাইফুর রহমান জানান, চিকিৎসাসেবার সীমাবদ্ধতা রয়েছে—এমন সাতটি জেলার ১৫টি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে। ‘সঞ্জীবন’ প্রকল্পের আওতায় সাধারণ চিকিৎসা, শিশু ও মাতৃস্বাস্থ্য এবং চক্ষু চিকিৎসাসহ বিভিন্ন সেবা দুর্গম এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে।

কর্মসূচির অভিজ্ঞতা তুলে ধরে বসুন্ধরার আদ্-দীন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও নিউরোসার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস বলেন, পোর্টেবল ল্যাব ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে চিকিৎসাসেবা প্রদান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মানবিক উদ্যোগের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।
সমন্বয়কারী প্রতিষ্ঠান মৃদুল’স কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক মৃদুল হাসান বলেন, দুর্গম এলাকায় বিশেষ করে নারীদের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা ছিল সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা।

জানা গেছে, কর্মসূচির প্রথম পর্বে বগুড়া, জামালপুর, ভোলা, লালমনিরহাট, খুলনা, সাতক্ষীরা ও কক্সবাজার জেলার প্রত্যন্ত এলাকায় মোট ৮ হাজার ৭২৭ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। প্রতিটি মেডিকেল ক্যাম্পে আধুনিক হাসপাতালের আদলে দ্রুত ডায়াগনস্টিক রিপোর্ট প্রদানের ব্যবস্থা ছিল।

কর্মসূচির আওতায় ২১৯ জন রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২ লাখ ৪৫ হাজার টাকা। এছাড়া ইসিজি, সিবিসি ও কিডনি পরীক্ষাসহ প্রায় ৫৩ লাখ ১৫ হাজার টাকার ডায়াগনস্টিক সেবা এবং প্রায় ১৩ লাখ টাকার ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। সব মিলিয়ে প্রথম পর্বে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে প্রায় ১ কোটি ৪১ লাখ ৬০ হাজার ১০০ টাকার স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় দুই থেকে তিনগুণ বেশি রোগীকে সেবা দিতে হয়েছে, যা প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবার চাহিদা স্পষ্টভাবে তুলে ধরে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে, যা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর