সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আহম্মদ মোস্তফা খান বাচ্চুর (৮০) মরদেহ দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এনায়েতপুর মন্ডল পাড়া কবরস্থান মাঠে নামাজে জানাযা শেষে দাফন করা হয়।
জানাযায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক মুসুল্লি।
আলহাজ্ব আহম্মদ মোস্তফা খান বাচ্চু পুলিশ হত্যা সহ
চারটি মামলায় গত ৬ মাস ধরে তিনি কারাগারে ছিলেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে তিনি কারাবন্দী অবস্থায় মারা যান বলে ছোট ছেলে কামাল আহমেদ খান এ প্রতিবেদককে জানিয়েছেন।
জানা যায়, পুলিশ হত্যা সহ চারটি মামলায় উচ্চ আদালতে জামিনে ছিলেন বাচ্চু খান। তবে জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য এপ্রিল মাসের ২২ তারিখের দিকে সিরাজগঞ্জ জর্জকোটে আবেদন করেন। বিজ্ঞ আদালত আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। বার্ধক্য সহ অসুস্থ ছিলেন।
মৃত্যুকালে আহম্মদ মোস্তফা খান বাচ্চু স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন।