দীর্ঘদিন চড়াই-উতরাই ও প্রতিকূলতা পেরিয়ে নতুন করে পথচলা শুরু করলো শেরপুরের অন্যতম অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘শেরপুর খেলোয়াড় সংঘ’ গত বৃহস্পতিবার রাত ৮ টায় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির কার্যালয় উদ্বোধন করা হয়। সংগঠনটি ২০১৮ সালে স্থাপিত হলেও দীর্ঘ বিরতির পর আবারও নতুন উদ্দীপনায় কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মোঃ কাউসার আলী কলিন্স।
উদ্বোধন অনুষ্ঠানে সংগঠনের নতুন কমিটির নামও ঘোষণা করা হয়। এতে সর্বসম্মতিক্রমে মোঃ নাফিজ ইমতিয়াজ সভাপতি পদে এবং মোঃ ফাহিম শাহারিয়ার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। নতুন নেতৃত্ব সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্যকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর শহর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজুল আসিফ শাওন, শহর যুবদলের সদস্য শহিদুল ইসলাম, শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আরিফ, যুবদল নেতা মনিরুজ্জামান মনি, উপজেলা সেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক মোস্তফা, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য টিটু, নতুন কমিটি ও কার্যালয় উদ্বোধন সম্পর্কে শাহ মোঃ কাউসার আলী কলিন্স বলেন, খেলোয়াড় সংঘ একটি সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন, যা এলাকার যুবসমাজকে একত্রিত করে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। দীর্ঘদিনের বাধা পেরিয়ে তাদের এই নতুন পথচলা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোঃ নাফিজ ইমতিয়াজ ও সাধারণ সম্পাদক মোঃ ফাহিম শাহারিয়ার সংগঠনের লক্ষ্য পূরণে সবার সহযোগিতা কামনা করেন।