
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। ০১লা নভেম্বর শনিবার ১০টায় কাজিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা
পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন পরবর্তী একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষেণ করে,উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা সমবায় অফিসার খালেদুজ্জামান খান । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান, সুমাইয়া,উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, কাজিপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাঈদ ও লক্ষ্মীপুর সমবায় সমিতির সভাপতি আমজাদ হোসেন। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ও অডিট অফিসার তরিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,ইউপি সদস্য বৃন্দ ও সমবায় সমিতির সভাপতি/ সাধারণ সম্পাদক গন।
সভায় বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। জনগণের পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই গড়ে উঠতে পারে আত্মনির্ভরশীল সমাজ।
দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সমবায়ের ভূমিকা অপরিসীম। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই। বক্তারা ‘সমবায় ভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন’ বাস্তবায়নের আহ্বান জানান।