রাজধানীর চকবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে তিন লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ এবং কয়েকটি প্রতিষ্ঠান সিলগালা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার(৬ নভেম্বর) র্যাব সদর দপ্তরের আইন কর্মকর্তা ও সিনিয়র সহকারী সচিব মো. আবু হাসান এবং পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুনেছা আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে র্যাব-১০ ও ডিএমপি সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানকালে বিএসটিআই অনুমোদনবিহীন ও নিষিদ্ধ পলিথিন বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. জসিমকে ১ লাখ ৫০ হাজার টাকা, মো. আলামিনকে ১ লাখ টাকা এবং বাবুলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সিলগালা করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, এসব ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিন বিক্রির মাধ্যমে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাব জানায়, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে র্যাবের ‘জিরো টলারেন্স’ নীতি অনুসারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।