শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এবার ধেয়ে আসছে সুপার টাইফুন, লাখো মানুষকে সরাল ফিলিপাইন

অনলাইন ডেস্ক: / ৪৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে মাত্র কয়েকদিন আগে টাইফুন কালমেগির আঘাতে ২০৪ জন মারা গেছেন। এবার দেশটির দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন ফুং-ওং। যেটি ঘণ্টায় ১১৫-১২৪ মাইলের বাতাস নিয়ে এগিয়ে যাচ্ছে উপকূলের দিকে।

আবহাওয়া সংস্থা পূর্বাভাস দিয়েছে, টাইফুনটি রবিবার রাতের মধ্যে লুজন দ্বীপের অরোরা প্রদেশে আঘাত হানতে পারে। যার প্রভাবে পূর্ব ভিসায়াসের কিছু অংশ ইতোমধ্যেই বিদ্যুৎ বিভ্রাটে পড়েছে।

এরই মধ্যে ফিলিপাইন সরকার পূর্ব ও উত্তরাঞ্চলের লক্ষাধিক বাসিন্দাকে সরিয়ে নিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, দিনের শেষের দিকে ঘূর্ণিঝড়টি প্রবল বৃষ্টিপাত, ধ্বংসাত্মক বাতাস নিয়ে আঘাত করবে।

ফিলিপাইনে জুড়েই সতর্কতা সংকেত জারি করা হয়েছে। দক্ষিণ-পূর্ব লুজনের ওপর সর্বোচ্চ সতর্কতা ৫ নম্বর সংকেত জারি করা হয়েছে। অন্যদিকে মেট্রো ম্যানিলা ও আশপাশের অঞ্চলগুলো ৩ নম্বর সংকেতের আওতায় রয়েছে।

দেশটির বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ৩০০টিরও বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

দেশটির আবহাওয়া দপ্তর পাগাসার আবহাওয়াবিদ বেনিসন ইস্তারেজা আগেই সতর্ক করেছেন, ১৫০০ কিলোমিটার বিস্তৃত এই বিশাল টাইফুনের প্রভাবে ইতোমধ্যে পূর্ব ফিলিপিন্সের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। পুরো দেশেই এর প্রভাব পড়তে পারে। পাগাসা নিম্নাঞ্চল ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের উঁচুস্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর