শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
পল্লবীতে ডিএনসিসির পরিত্যক্ত ভবন থেকে ৩টি বিদেশি অস্ত্র-৭৩ রাউন্ড গুলি ও চাপাতি উদ্ধার শরীফ ওসমান হাদি মরদেহ:বিমানবন্দরে ৯ প্লাটুন আনসার মোতায়েন ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ’-২: কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক বগুড়ার শেরপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত: ভোরে মিলল অজ্ঞাত লাশ ঢাকায় নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে পুলিশ-র‌্যাব-সেনা ভৈরব থানা পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এনসিপি কমিটিতে নিজের নাম দেখে এনায়েতপুরের প্রবীণ বিএনপি নেতার তীব্র ক্ষোভ ও অসন্তোষ পাকিস্তানে আটকে থাকা পাঁচ শতাধিক আফগানকে নেবে জার্মানি পত্রিকা অফিসে হামলার তীব্র নিন্দা মির্জা ফখরুলের শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইসরায়েলে ভূগর্ভস্থ গোপন কারাগার, বন্দী ফিলিস্তিনিরা

অনলাইন ডেস্ক: / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

ইসরায়েলের গোপন ভূগর্ভস্থ কারাগার রাকেফেত। যেখানে কখনো সূর্যের আলো পৌঁছায় না। সেখানে কয়েক ডজন ফিলিস্তিনিকে আটকে রেখেছে ইসরায়েল।

যাদের বেশির ভাগকেই কোনো অভিযোগ ছাড়াই আটক করা হয়েছে। রাকেফেতের বন্দীরা কখনো দিনের আলো দেখেন না, পর্যাপ্ত খাবার পান না-এমনকি তাদের পরিবার বা বাইরের জগতের কোনো খবরও জানতে পারেন না। ইসরায়েলি সেনাদের অমানবিক নির্যাতনের শিকার হন তারা।

আটক ব্যক্তিদের মধ্যে অন্তত দুজন বেসামরিক নাগরিক আছেন। একজন ৩৪ বছর বয়সী নার্স। যাকে ২০২৩ সালের ডিসেম্বরে হাসপাতালে কর্মরত অবস্থায় আটক করা হয়। অরেকজন ১৮ বছর বয়সী খাবার বিক্রেতা। ২০২৪ সালের অক্টোবরে ইসরায়েলি চেকপয়েন্ট থেকে তাকে আটক করা হয়। অথচ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

উভয় বন্দীর আইনজীবী হিসেবে কাজ করছেন ইসরায়েলের নির্যাতনবিরোধী জনসাধারণ কমিটি (পিসিএটিআই)। এ দুই ফিলিস্তিনিকে জানুয়ারি থেকে রাকেফেত কমপ্লেক্সে রাখা হয়েছে। আটকের পর থেকেই নিয়মিত মারধর ও নির্যাতনের শিকার হচ্ছেন তারা। রাকেফেতের জানালাবিহীন কক্ষে তিন থেকে চারজনকে গাদাগাদি করে রাখা হয়। যেখানে বাতাস চলাচলের কোনো ব্যবস্থা নেই। তারা নিয়মিত মারধর ও কুকুর দিয়ে আক্রমণের শিকার হন। পর্যাপ্ত চিকিৎসা ও খাদ্য থেকেও বঞ্চিত।

সম্প্রতি ইসরায়েলের উচ্চ আদালত স্বীকার করেছে, ফিলিস্তিনি বন্দিদের পর্যাপ্ত খাবার দেওয়া হচ্ছে না। বন্দিদের কখনো কখনো দুই দিন পর মাত্র পাঁচ মিনিটের জন্য বাইরে বের করা হয়।

পিসিএটিআই-এর নির্বাহী পরিচালক তাল স্টেইনার এ পরিস্থিতিকে ‘ইচ্ছাকৃতভাবে নিপীড়ন’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, কাউকে মাসের পর মাস ভূগর্ভে আটকে রাখা নিপীড়নমূলক। দীর্ঘসময় অন্ধকারে থাকায় বন্দিদের মানসিক ভারসাম্য ও ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট হয় এবং শরীর ভিটামিন ‘ডি’ উৎপাদন করতে পারে না। এমনকি স্বাভাবিকভাবে শ্বাস নিতেও কষ্ট হয়।

রাকেফেত কারাগারটি আশির দশকের শুরুতে ইসরায়েলের সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের রাখার জন্য নির্মাণ করা হয়েছিল। কিন্তু কয়েক বছর পরই এটি ‘অমানবিক’ বলে বন্ধ করে দেওয়া হয়। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার পর ইসরাইলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এটি আবার চালুর নির্দেশ দেন। এই কারাগারের সব কক্ষ, ব্যায়ামাগার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ কক্ষ-সবই মাটির নিচে।

সরকারি তথ্য অনুযায়ী, ১৯৮৫ সালে বন্ধ হওয়ার সময় রাকেফেতে মাত্র ১৫ জন বন্দী ছিলেন। কিন্তু এখন সেখানে প্রায় ১০০ জনকে গাদাগাদি করে রাখা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, রাকেফেত কারাগারটি হামাস ও হিজবুল্লাহ যোদ্ধাদের রাখার জন্য পুনরায় খোলা হয়েছে। যুদ্ধ শুরুর প্রথমদিকে ইসরায়েল গাজা থেকে ১ হাজার ৭০০ জন ফিলিস্তিনিকে আটক করে।

সূত্র : দ্য গার্ডিয়ান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর