শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
পল্লবীতে ডিএনসিসির পরিত্যক্ত ভবন থেকে ৩টি বিদেশি অস্ত্র-৭৩ রাউন্ড গুলি ও চাপাতি উদ্ধার শরীফ ওসমান হাদি মরদেহ:বিমানবন্দরে ৯ প্লাটুন আনসার মোতায়েন ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ’-২: কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক বগুড়ার শেরপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত: ভোরে মিলল অজ্ঞাত লাশ ঢাকায় নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে পুলিশ-র‌্যাব-সেনা ভৈরব থানা পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এনসিপি কমিটিতে নিজের নাম দেখে এনায়েতপুরের প্রবীণ বিএনপি নেতার তীব্র ক্ষোভ ও অসন্তোষ পাকিস্তানে আটকে থাকা পাঁচ শতাধিক আফগানকে নেবে জার্মানি পত্রিকা অফিসে হামলার তীব্র নিন্দা মির্জা ফখরুলের শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গাজীপুরে দুই বাসে আগুন দিল দুর্বৃত্তরা

অনলাইন ডেস্ক: / ৪৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
-গাজীপুরে ভোরে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন দিল দুর্বৃত্তরা।

গাজীপুর মহানগরীর বাসন ও কাশিমপুর থানা এলাকায় মঙ্গলবার গভীর রাত ও বুধবার ভোরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি পৃথক বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় বাস দুটি পুড়ে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে চারটার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ভোগড়া বাইপাস পেয়ারাবাগান এলাকায় দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের পাশে পার্ক করে রাখা বাসটিতে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের কর্মীরা ও পুলিশ একসঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের পরিদর্শক ইকবাল হোসেন বলেন, আগুন লাগার সময় বাসের ভেতরে কেউ ছিলেন না। ধারণা করা হচ্ছে, রাতে বাসটি সড়কের পাশে পার্ক করে রাখা হয়েছিল।

এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরের কাশিমপুর থানার চক্রবর্তী এলাকার জ্যোতি ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় বাসটির নিচে একজন মিস্ত্রি মেরামতের কাজ করছিলেন। হঠাৎ একটি মোটরসাইকেলে দুজন যুবক এসে বাসের পাশে থামেন। একপর্যায়ে তারা বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত মোটরসাইকেলে চড়ে পালিয়ে যান। আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হন। এতে বাসটির আসন ও কিছু যন্ত্রাংশ পুড়ে যায়। তবে বাসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মঙ্গলবার রাতে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। এতে কোনো প্রাণহানি হয়নি, তবে বাসের আংশিক ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। অগ্নিসংযোগকারীদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর