বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
মহান বিজয় দিবস উপলক্ষ্যে জনসাধারণের জন্য বাংলাদেশ কোস্ট গার্ডের ৭টি জাহাজ উন্মুক্ত স্বাধীনতাকামী মানুষ নির্বাচনে ব্যালটে মাধ্যমে পরাজিত শক্তিদের উচিত জবাব দিবে -টুকু উত্তরা পশ্চিমে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জন গ্রেফতার মহান বিজয় দিবসে বিমানবাহিনীতে অনারারি কমিশন প্রদান মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জে কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা চারঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত ভারতীয় ট্রলার ডুবির ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীকে জড়িয়ে প্রচার ‘ভিত্তিহীন’ পতাকা হাতে ৫৪ জন প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড বাংলাদেশের মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা: ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে অব্যাহতি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কেকেআরের বোলিং কোচ হলেন সাউদি

অনলাইন ডেস্ক: / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

প্রধান কোচ, সহকারী কোচের পর এবার নতুন বোলিং কোচ এর নাম ঘোষণা করেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। গত বছর‌ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া নিউজিল্যান্ড তারকা টিম সাউদিকে বোলিং হিসেবে নিয়োগ দিয়েছে দলটি।

শুক্রবার (১৪ নভেম্বর) ক্রিকইনফোর এক প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরে বোলিং কোচ হিসেবে সাউদির নাম শোনা যাচ্ছিল। ইতিমধ্যেই নতুন প্রধান কোচ হিসাবে দায়িত্ব নিয়েছেন অভিষেক নায়ার এবং সহকারী কোচর পদে শেন ওয়াটসনের নাম ঘোষণা করা হয়েছে। ২০২২ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হিসেবে দায়িত্ব সামলেছিলেন ভরত অরুণ। গত আসরের পর তিনি দায়িত্ব ছেড়ে দেন।

এরপর থেকে নতুন বোলিং কোচ খুঁজছিল নাইট শিবির। ২০২৬ সালে আইপিএলে ভালো কিছু পরিকল্পনার নিয়ে কাজ করছে কেকেআর। দীর্ঘ সময় চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এবং কেকেআরের হয়ে খেলেছেন টিম সাউদি।

তবে ২০২৫ আইপিএলের মেগা নিলামে অবিক্রিত ছিলেন এই কিউই পেসার। সম্প্রতি ইংল্যান্ড জাতীয় দলের বোলিং পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন তিনি। তবে বোলিং কোচ হওয়ার পর তাকে নতুন রূপে দেখতে পাওয়া যাবে না বলে মনে করা হচ্ছে।

টিম সাউদিকে দলে নেওয়ার বিষয়ে কেকেআরের ব্যবস্থাপনা পরিচালক বেঙ্কি মাইসোর বলেন, আমরা টিম সাউদিকে ফেরাতে পেরে আনন্দিত। এ বার কোচ হিসেবে ওর পরীক্ষা। টিমের অভিজ্ঞতা আমাদের বোলিং ইউনিটকে শক্তিশালী করতে কাজে দেবে। তার নেতৃত্বদানের ক্ষমতা তরুণ প্লেয়ারদের অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য টিম সাউদি তার ক্রিকেট জীবনে ৫৪ টি আইপিএল ম্যাচে মোট ৪৭ টি উইকেট সংগ্রহ করেছেন। এছাড়াও তার দেশের হয়ে ১২৬ টি টি-টোয়েন্টিতে আছে মোট ১৬৪ টি উইকেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর