বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাশিয়ার জাল ভিসা ও টিকেটে কোটি টাকা প্রতারণার ‘হোতা’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৫০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫



চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ার যাওয়ার জন্য জাল ভিসা ও বিমানের টিকেট দিয়ে ১ কোটি ২২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের একজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে আবদুল্লাহ (৪৫) নামের ওই ব্যক্তি প্রতারকচক্রের ‘হোতা’ বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিআইডি।

চক্রটি দীর্ঘদিন ধরে কোনো অফিস, ট্রাভেল লাইসেন্স বা বৈধ অনুমোদন ছাড়া বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন এলাকার মানুষকে ‘প্রতারণার ফাঁদে’ ফেলছিলো বলে জানানো হয়েছে।

প্রাথমিক তদন্তের বরাতে সিআইডি বলছে, আবদুল্লাহ ও তার চক্রের সদস্যরা প্রথমে বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকার লোকজনকে ‘ফাঁদে ফেলে’।

রাশিয়ায় চাকরি, ভিসা এবং বিমানের টিকেটসহ পাঠানোর ‘মিথ্যা আশ্বাসে’ তারা একে ২৮ জন প্রস্তুত করে।

তাদের কাছ থেকে পাসপোর্ট, ছবি, কাগজপত্র সংগ্রহ করে। এরপর গেল ২ মার্চ থেকে ৮ জুলাই চক্রটি ধাপে ধাপে ২৮ জনের কাছ থেকে ব্যাংকের মাধ্যমে ১ কোটি ২ লাখ ১৫ হাজার ৩৮০ টাকা এবং আরও ১৬ লাখ ৫০ হাজার টাকা নেয়।

পরে ওই ২৮ জন যাত্রীর হাতে রাশিয়ার ভিসা এবং বিমান টিকেট দেওয়া হয়, কিন্তু দুই দিন পর অনলাইনে যাচাই করলে দেখা যায় সেসবের সবই ভুয়া।

সিআইডি আরও জানিয়েছে, ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে চক্রটি ‘নানা অজুহাত’ সময়ক্ষেপণ করে এবং ভয়ভীতি দেখায়। পরে গত ১০ নভেম্বর এক ভুক্তভোগী বনানী থানায় মামলা করেন।

যার প্রেক্ষিতে অভিযুক্ত আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়েছে, জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানায় সিআইডি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর