লক্ষ্মীপুরের রামগতিতে বিশেষ অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও প্রায় ৭ লাখ টাকা মূল্যের ৭টি ট্রলিং জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বোটে থাকা ১০ জন জেলেকে আটক করা হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর ) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন রামগতি কর্তৃক রামগতি থানাধীন মুন্সিরহাট বেঁড়িবাঁধ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে মৎস্য আহরণের কাজে ব্যবহৃত ১টি আর্টিসানাল ট্রলিং বোট এবং ৭টি ট্রলিং জাল জব্দ করা হয়। পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয়।
জব্দকৃত বোট, জাল ও আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ ও সাগরে অবৈধ মাছ ধরার কর্মকাণ্ড প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।