রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ক্ষমতায় গেলে ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তোলা হবে- ডা. শফিকুর রহমান শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন লক্ষ্মীপুরে আশরাফুল ইসলাম হত্যা মামলার তিন আসামি গ্রেফতার চাঁদাবাজদের ৫৬ হাজার বর্গমাইলের বাইরে থাকতে হবে- ডা. শফিকুর রহমান চট্টগ্রামে পুলিশের প্রাক-নির্বাচনি সভা: নির্বাচনকালে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির চাঁদাবাজি-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুছাব্বির হত্যাকাণ্ড : ডিবি সাধারণ মানুষের সরব উপস্থিতিই বিএনপির শক্তির প্রমাণ: আমিনুল হক দ্রুত পোস্টাল ব্যালট ফেরত পাঠানোর তাগিদ ইসির খেজুর গাছের সংকট: নতুন প্রজন্ম পাচ্ছে না পিঠার প্রকৃত স্বাদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বস্তিবাসীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও স্থায়ী পুনর্বাসনের আশ্বাস আমিনুল হকের

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৬৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫



ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আমিনুল হক বলেছেন, নিম্ন আয়ের মানুষের জন্য রেশন বা টিসিবি কার্ড নয়, প্রতিটি পরিবারকে দেওয়া হবে ‘ফ্যামিলি কার্ড’। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে দুই থেকে তিন হাজার টাকা আর্থিক অনুদানসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের পরিকল্পনার কথা জানান তিনি।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় পল্লবীর বিদ্যানিকেতন মাঠে সাত নম্বর ঝিলপাড় ও আশপাশের বিভিন্ন বস্তির বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় এলাকাবাসী রেশন কার্ড বাতিলের অভিযোগ তুললে আমিনুল হক বলেন, ভবিষ্যতে রেশন বা টিসিবি কার্ডের পরিবর্তে পরিবারভিত্তিক এই নতুন কার্ডই কার্যকর করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই উদ্যোগে পরিবারের সদস্যদের ছবি সংযুক্ত থাকবে এবং এটি সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে প্রদান করা হবে বলেও জানান তিনি।

এলাকাবাসীর উচ্ছেদ আতঙ্ক প্রসঙ্গে আমিনুল হক বলেন, বস্তিবাসীর স্থায়ী পুনর্বাসনে তিনি অঙ্গীকারবদ্ধ। রূপনগর টিনশেডে বেড়ে ওঠার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “নেতা হিসেবে নয়, এলাকার ছেলে ও ভাই হিসেবে আপনাদের পাশে আছি।” তিনি দাবি করেন, পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত কোনো বস্তি বা শিক্ষাপ্রতিষ্ঠানকে হয়রানি না করার বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে।

শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, শিশু-কিশোরদের মোবাইল আসক্তি কমাতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ বাড়ানো প্রয়োজন। সরকার গঠন করতে পারলে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার ঘোষণা দেন তিনি। তরুণদের মাদকাসক্তি রোধে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন আমিনুল হক।

মতবিনিময় সভার এক বক্তার অভিযোগের জবাবে তিনি বলেন, ভবিষ্যতে বস্তিবাসীকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হবে না। তিনি আরও বলেন, যদি তাঁকে নির্বাচিত করা হয়, তবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষা ও স্বাস্থ্য–সংক্রান্ত পরিকল্পনাসহ ঘোষিত প্রতিটি উদ্যোগ “অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হবে।”

সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর