মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:২০ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বহিষ্কৃত আরও ছয় নেতাকে পদে পুনর্বহাল

অনলাইন ডেস্ক: / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে বহিষ্কৃত আরও ছয় নেতাকে পদে পুনর্বহাল করেছে বিএনপি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য বহিষ্কার হওয়া কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শফিউল আজম মৈশান রিপন, জেলা বিএনপির সাবেক সদস্য তাহমিনা হক পপি, সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, যশোরের কেশবপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন বাবু এবং মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা বিএনপি নেতা আফাজ উদ্দিন ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এছাড়া দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে গত ১৩ আগস্ট কক্সবাজারের মহেশখালী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আকতার হোসেনের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে তার পদ স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিভিন্ন সময়ে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বহু নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে তাদের আবেদন বিবেচনায় নিয়ে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হচ্ছে।

উল্লেখ্য, এরই ধারাবাহিকতায় গতকাল মোট ৭১ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর